হলুদ ঘোড়া

হলুদ ঘোড়া

লিখেছেন: Niaz-Aziz

।।হলুদ ঘোড়াটি খেয়ে গ্যাল সব ঘাস——
স্যাঁই স্যাঁই ফানুষ রকেট হলো;
পকেট হলো—-
কান থেকে বেড়িয়ে এলো আড়ষোলামন্ত্র—-
মুখ ফেটে ছড়িয়ে গ্যাল—–
নে’হাতি পাল ছুটল শহরে;
বন থেকে মন্ত্রী এলো—–
শহর থেকে রাখাল এলো—–
পশুমূর্তি থেকে গ্যাল ধর্মশালাতে—–
হরিণ এখন বাঘ ধরে,
বাঘ গুলো সব ধান খায়।।

প্রথম প্রকাশ: KobioKobita.com


Place your ads here!

Related Articles

বেলা যায় সন্ধ্যা আসে

সরোবরে বিকশিত কুমুদ কমল, মধুলোভে আসে তথা যত অলিদল। অরুণ কিরণ হাসে প্রকৃতির কোলে, বাগিচায় প্রজাপতি উড়ে ফুলে ফুলে। আম

এক প্রান্ত থেকে অন্য প্রান্ত – ডঃ খায়রুল হক চৌধূরী

[যে মানুষটি তোমাদের স্বাধীনতা এনে দিল, তাকে কেন তোমরা হত্যা করেছ? (Germanyr Martin Luther University তে অনুস্টিত systemic functional linguistics

পথিক

এগিয়ে চলার স্বপ্ন দেখি পিছন ফিরে দেখতে না চাই, পথটাকে আজ আপন করে সবই তো পরের তরে, আপন বলে কিছুই

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment