ক্যানবেরায় বাংলাদেশ হাই কমিশন প্রয়াত মুক্তিযোদ্ধাকে সন্মান প্রদানে ব্যর্থ হয়েছে
প্রবাসে মৃত মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সন্মান প্রদানের বিধি থাকা সত্বেও বাংলাদেশ হাই কমিশন, ক্যানবেরা তার যথাযথ ব্যবহার করেনি।
বাংলাদেশের দুই বীর মুক্তিযোদ্ধা ক্ষনদামোহন দাস ও ফারুক চোধুরী । মাত্র কমাসের ব্যবধানে দুজনেই মৃত্যুবরন করেছেন বাংলাদেশের বাইরে।
ক্ষনদামোহন দাস মারা গেছেন অষ্ট্রেলিয়ার ক্যানবেরায় আর ফারুক চোধুরী মারা গেছেন কানাডার আলবার্টায়।
কানডায় বাংলাদেশ হাই কমিশনের রাষ্ট্রদূত তার কর্মকর্তাদের সাথে নিয়ে যথাযথ মর্যদায় মুক্তিযোদ্ধা জনাব ফারুক চোধুরীকে রাষ্ট্রীয় সন্মান প্রদান করেন (সন্মান প্রদান অনুষ্ঠানের লিংক সংযুক্ত)। অথচ অষ্ট্রেলিয়ায় মুক্তিযোদ্ধা ক্ষনদামোহন দাসকে যথাযথভাবে রাষ্ট্রীয় সন্মান প্রদান করার জন্য বাংলাদেশ হাই কমিশন এরুপ কোন ব্যবস্থা গ্রহন করেনি।
প্রবাসে মৃত্যুবরনকারী মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় সন্মান প্রদানের বিধি থাকা সত্ত্বেও ক্যানবেরায় বাংলাদেশ হাই কমিশন প্রয়াত মুক্তিযোদ্ধাকে যথাযথভাবে সেই সন্মান প্রদানে ব্যর্থ হয়েছে।
https://www.facebook.com/chowdhury.faruquee/videos/705658570695260/
Related Articles
Appeal To Assist A Visiting Couple To Sydney
Media Release We all join with people of Australia to express our profound sadness with the loss of life in
Canberra Eid-ul-Fitr 1443 Monday 2nd May 2022
The National Grand Mufti of Australia and the Australian National Imam’s Council having already declared Eid Al-Fitr 1443/2022 for Monday
Message from High Commissioner, Bangladesh High Commission
Date 26 March 2012 Message from High Commissioner On the auspicious occasion of the Independence and National Day of Bangladesh,