by Ajoy Kar | May 14, 2022 8:14 pm
প্রবাসে মৃত মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সন্মান প্রদানের বিধি থাকা সত্বেও বাংলাদেশ হাই কমিশন, ক্যানবেরা তার যথাযথ ব্যবহার করেনি।
বাংলাদেশের দুই বীর মুক্তিযোদ্ধা ক্ষনদামোহন দাস ও ফারুক চোধুরী । মাত্র কমাসের ব্যবধানে দুজনেই মৃত্যুবরন করেছেন বাংলাদেশের বাইরে।
ক্ষনদামোহন দাস মারা গেছেন অষ্ট্রেলিয়ার ক্যানবেরায় আর ফারুক চোধুরী মারা গেছেন কানাডার আলবার্টায়।
কানডায় বাংলাদেশ হাই কমিশনের রাষ্ট্রদূত তার কর্মকর্তাদের সাথে নিয়ে যথাযথ মর্যদায় মুক্তিযোদ্ধা জনাব ফারুক চোধুরীকে রাষ্ট্রীয় সন্মান প্রদান করেন (সন্মান প্রদান অনুষ্ঠানের লিংক সংযুক্ত)। অথচ অষ্ট্রেলিয়ায় মুক্তিযোদ্ধা ক্ষনদামোহন দাসকে যথাযথভাবে রাষ্ট্রীয় সন্মান প্রদান করার জন্য বাংলাদেশ হাই কমিশন এরুপ কোন ব্যবস্থা গ্রহন করেনি।
প্রবাসে মৃত্যুবরনকারী মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় সন্মান প্রদানের বিধি থাকা সত্ত্বেও ক্যানবেরায় বাংলাদেশ হাই কমিশন প্রয়াত মুক্তিযোদ্ধাকে যথাযথভাবে সেই সন্মান প্রদানে ব্যর্থ হয়েছে।
https://www.facebook.com/chowdhury.faruquee/videos/705658570695260/[1]
Source URL: https://priyoaustralia.com.au/community-news/2022/khonodamohon-das/
Copyright ©2025 PriyoAustralia.com.au unless otherwise noted.