প্রয়োজন – অপ্রয়োজন

অপ্রয়োজনীয় কথা কাজ আছে যত মনে
সময় থাকতে সেরে নাও, রেখো না গোপনে
এগুলোই তোমাকে করবে হয়তো অমর অক্ষয়
বড় বাড়ি বা বেন্টলী গাড়ি কক্ষনোই তো নয়!
মিষ্টি হেসে কুশলাদি জিজ্ঞেস করো যদি
মিলন মেলায় আনন্দের বন্যা বয় নিরবধি!
তুমিই যদি হও সেসব সুন্দর মূহুর্তের কারণ
বন্ধুদের সমৃতিতে নক্ষত্র হয়ে রবে অনুক্ষণ!
ভুলেই যাবে মেয়ে তোমার দিয়েছো কি কিনে?
গুচি ব্যাগ আর নাইকি জুতো নতুন ফ্যাশনে
গলা জড়িয়ে বায়না কখনো করেছে সে যখন
ঘন বর্ষায় খিঁচুড়ি রেঁধে খাইয়ে দিয়েছো তখন!
জীবনসংগী রাখবে না মনে কত কি তুমি করেছো
নিপুণ হাতে ঘরে বাইরে সব কাজ যে সেরেছো
জোছনা ভেজা রাত জাগিয়ে গান শুনাও তাকে
ভুলে যাবে সেই মূহুর্ত ? সাধ্য কখনো তার হবে!

Shahnaz Perveen
আমি ফ্যামিলী মেডিক্যাল প্র্যাকটিশনার, কাজ করছি ফুলটাইম নারেলেন টাউন মেডিক্যাল সেন্টারে। ঢাকা মেডিক্যাল কলেজ থেকে ১৯৯৩ এ গ্রাজুয়েশন করে নিউজিল্যান্ড প্রবাসি হই ১৯৯৬ সনে। প্রথমে নিউজিল্যান্ড, তারপর অস্ট্রেলিয়ায় ফেলোশীপ অর্জন করি আর দুই দেশের রোগীদের সেবা করছি গত আঠারো বৎসর যাবৎ। আমি সিডনিতে স্বামী ডাক্তার রশীদ আহমেদ আর দুই কন্যা প্রমা আর নাহিয়ানকে নিয়ে বাস করি। অবসর সময়ে আমার গান করা, শোনা, কবিতা লিখা আর সমুদ্র তীরে বেড়ানো পছন্দ। জি সিরিজ এই বৎসর আমার রবীন্দ্র সংগীতের একক এলবাম "আমার সকল ভালবাসা" বের করেছে । আমি নিজেকে কবি বা শিল্পী বলতে চাইনা, তবে শিল্পকে আমি ভালবাসি।
Related Articles
দৃশ্যান্তরে একা
শূন্য থেকে শূন্যশেষ নাই আকাশের ঠিকানাকথা রেখে কথার যেমন নেইকালো হরিণ চোখে…মনে যে বিল বহমানতার নাম রাজধলাতার অন্তরে আঁধার ।
ভোর হয় সুর্যি ওঠে
ভোর হয় সুর্যি ওঠে লক্ষ্মণ ভাণ্ডারী (নবাগত কবি) ভোরের বেলা কোকিল ডাকে আমকাঁঠালের শাখে শাখে, তালখেজুরের গাছের পাতায় রাতের
অপেক্ষা আর অন্ধপ্রেম
অপেক্ষা আর অন্ধপ্রেম হাঁটি হাত ধরে তোমার একটামাত্র শব্দ “ভালো লেগেছে “ অনেক গুলো শব্দের দিকে ঠেলে দিলো ভাঙ্গলো ইনবক্সের