Poem on 26th March

Poem on 26th March

একটি নক্ষত্রের আলোয় ভরা আমার বাংলাদেশ

(১৯২০ সালের ১৭ই মার্চ থেকে ১৯৭১’র ২৬শে মার্চ)

১৯২০ সালের ১৭ই মার্চ টুঙ্গীপাড়ায় জন্ম নেওয়া শিশু ,

কে জানতো তারই ডাকে উঠবে জেগে ,বাঙালীজাতি ছুটবে তার পিছু !

পরাধীনতার ভাঙবে শিকল !গড়বে নতুন দেশ !

মৃত্যুঞ্জয়ী অমর তারা আছে ,থাকবে বীরের রেশ !

লাল সবুজের পতাকা জুড়ে লাখ শহীদের হাসি !

সোনার বাংলা আজো মোরা ,তোমায় ভালবাসি ।

১৯৭১ সালের ৭ইমার্চ রোদেলা দুপুরের শেষে ঘোষিত হল ,

ইতিহাসের শ্রেষ্ঠ কবিতা ।

এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম ,

এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ।

ঘরে ঘরে দুর্গ গড়ে তোল.

আমি যদি হুকুম দিবার না পারি,

তোমরা রাস্তাঘাট সবকিছু বন্ধকরে দিবে ।

আমি প্রধানমন্ত্রীত্ব চাইনা ,

এদেশের মানুষের মুক্তি চাই ।

সেই ঘোষণায় পাকসৈরাচার কুপোকাত ,

৩২ নং বাড়ী হয়ে গেল ,

অঘোষিত সম্রাটের রাজ দরবার ।

সমস্ত দেশ ৩২নং প্রাসাদের নির্দেশনায় ,

চলতে লাগল ।

৭ইমার্চ থেকে ২৫শে মার্চ পর্যন্ত ,

সেনানিবাস ছাড়া কিছুই ছিলনা ,

পাকিস্তানিদের নিয়ন্ত্রণে ।

২৩শে মার্চ পাকিস্তান দিবসে ,

৩২ রাজপ্রাসাদে উড়ানো হল ,

লাল সবুজের পতাকা ।

হাজারো জনতার উপস্থিতিতে আমরা ,

উচ্ছ্বাসে করতালির মধ্যদিয়ে স্বাগত জানালাম ।

আর বাকি থাকে কি?

হয় খেঁকশিয়ালদের শান্তিপূর্ণ বিদায় ,

নয় হাত পা বেধে তাড়ানো ।

হয়েছিলও তাই ,১৬ই ডিসেম্বর হাত উঁচিয়ে,

নাকে খত দিয়ে বিদায় নিয়ে ছিল ,

পাকিস্তানি লক্ষ সেনাদল !!

আমরা সেই বীরের জাতি মুক্তি সেনা,

আমরা জাতির বল ।


এ স্মৃতি ভুলিব কেমন করে !আমাদের প্রতিশোধ অতৃপ্ত !!শক্রকে চোখ, আজো খুঁজে !

2011/pdf/41_Independend_Poem_631902242.pdf ( B) 


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment