আমার অনুভূতি
আমার অনুভূতি
কিছু কথা, হৃদয়ের কোন ব্যাথা
কিছু অব্যক্ত ভাষা, মনের ব্যাকুলতা
কিছু ভাবনা, স্বপ্ন দিয়ে ঘেরা
কিছু চিন্তা, নিদারুন বাস্তবতায় মোড়া
কিছু চোখের ভাষা, আশা ভালবাসা
কিছু চাহনি, বুঝি না পাওয়ার তৃষা
কিছু কবিতা, করে যায় ছলনা
কিছু কাব্য, করে সত্যকে বর্ননা
কিছু হাস্য, থাকে আনন্দে অমলিন
কিছু হাসি, ব্যাথা লুকাতে বিলীন
কিছু ক্রনদন, গভীর দুঃখ আর হতাশা
কিছু কান্না, মান অভিমানের ভাষা
কিছু অনুভব, শুধুই বুঝি ক্ষণিকের
কিছু অনুভূতি, হৃদয়ে স্থান চিরদিনের !
কিছু মানুষ তোমার জীবনে পথিক
কিছু মনের মত মানুষ তোমাকে চিনে নিবে ঠিক ।
Shahnaz Perveen
আমি ফ্যামিলী মেডিক্যাল প্র্যাকটিশনার, কাজ করছি ফুলটাইম নারেলেন টাউন মেডিক্যাল সেন্টারে। ঢাকা মেডিক্যাল কলেজ থেকে ১৯৯৩ এ গ্রাজুয়েশন করে নিউজিল্যান্ড প্রবাসি হই ১৯৯৬ সনে। প্রথমে নিউজিল্যান্ড, তারপর অস্ট্রেলিয়ায় ফেলোশীপ অর্জন করি আর দুই দেশের রোগীদের সেবা করছি গত আঠারো বৎসর যাবৎ। আমি সিডনিতে স্বামী ডাক্তার রশীদ আহমেদ আর দুই কন্যা প্রমা আর নাহিয়ানকে নিয়ে বাস করি। অবসর সময়ে আমার গান করা, শোনা, কবিতা লিখা আর সমুদ্র তীরে বেড়ানো পছন্দ। জি সিরিজ এই বৎসর আমার রবীন্দ্র সংগীতের একক এলবাম "আমার সকল ভালবাসা" বের করেছে । আমি নিজেকে কবি বা শিল্পী বলতে চাইনা, তবে শিল্পকে আমি ভালবাসি।
Related Articles
While I was running today
While I was running todayrunning to save a life,lift up a moment full of joy. While I ran to clear
Opekkha
অপেক্ষা….. দিন কেটে যায় কেমন করেমাসের পরে বছরভেবে ভেবে পাইনা আমিকি হোল আজ তোর… চোখের আড়াল হলেই পরেপাগল হোত যে
দেবী মহামায়া কালী
দেবী মহামায়া কালী লক্ষ্মণ ভাণ্ডারী দেবী মহামায়া কালী ভীমা ভয়ঙ্করী, চামুণ্ডা ভৈরবী শিবা, পার্বতী শঙ্করী। কৃষ্ণ পক্ষ অমাবস্যা মহা