বিকেলের সেকেলে গল্পখানি

বিকেলের সেকেলে গল্পখানি

ঘুড়িটির সাথে সাথে
বিকেলটি উড়ে উড়ে যায়।

পুরনো এ ঢাকার বিকেল-
কানে কানে শিস দিয়ে বলে,
ঘাসফড়িং-এর মতো
সবুজাভ নরম আলোয়
ঘরে বসে থাকা বড় পাপ!

আমি হাসি,
বিকেলের রোদ চোখে মাখি;
সোনালী সোনালী আলো-
দ্রুত এসে, ভালোবেসে
বড় বেশি দ্রুত চলে যায়!

Source link


Place your ads here!

Related Articles

রবীন্দ্রনাথ ও অচেনা আত্মজ

যখন মৃদু তিরষ্কারেনির্দেশ মেনে নেয় নির্বিচারেওকে আমি চিনি।যখন আগুন মেখে চোখেপ্রতিবাদ করে অন্যায়েরওকে আমি চিনি।শক্ত চোয়ালে যে ক্ষণেমনোযোগী অংকের সমাধানেওকেও

2 Poems by Anjon Acharya

শূন্যপূর্ণপুরাণ শীতের কাঁটাতারে বিদ্ধ হচ্ছে ক্রমশ মানসিক মনমদ খেয়ে মাতাল কবিতা লেখে ঘরের ফুটপাথে,মাতাল হয়ে লেখে না কেউ মদের কবিতা

দু’টুকরো ভালবাসা

ভালবাসা যায় না কাটা, স্নেহের করাত দিয়ে, ভালবাসা ঘুমিয়ে আছে, প্রেমের পরশ নিয়ে। ভালবাসা যায় না ভাঙা, মায়ার হাতুড়ি দিয়ে,

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment