দৃশ্যান্তরে একা

শূন্য থেকে শূন্য
শেষ নাই আকাশের ঠিকানা
কথা রেখে কথার যেমন নেই
কালো হরিণ চোখে…
মনে যে বিল বহমান
তার নাম রাজধলা
তার অন্তরে আঁধার ।
মেঘ সরে যায়
সামনে পিছনের জীবনের
ঘাই হরিণীর কপালে যা ঘটে
যুদ্ধের পর রাতের কুণ্ডলীর উপহার
তবুও হাত বাড়িয়ে ধরতে চায়
সেই প্রেম যার ছায়া পড়েনি
সমবায় পুকুরে।
গায়ক পাখির গান
ঘুম ভাঙাবার জন্য যথেষ্ট
হয়েছে এক জীবনে,
যদিও তোমার বুকে শীতের
দুপুর তাপাই
দৃশ্যান্তরে বড্ড একা ।
অনায়াস চিৎকার শোনা যায়
চিড়িয়াখানার মত কাতর অন্তরের…
তোমার অফ সিজনের আবেগ গুনে
যতটুকু কাঁদে চোখ
ভাব গত শ্বেদে
সেই টুকু দিয়ে স্মারক গড়ো
প্রেমিকা স্মরনে ।


Najmin Mortuza
দার্শনিক বোধ তাড়িত সময় সচেতন নিষ্ঠাবান কবি। চলমান বাস্তবতাকে ইতিহাস-ঐতিহ্যের পরম্পরায় জারিত করে তিনি কাব্য রূপান্তরে অভ্যস্ত। কাব্য রচনার পাশাপাশি ক্ষেত্রসমীক্ষাধর্মী মৌলিক গবেষণা ও কথাসাহিত্য সাধনায় তাঁর নিবেদন উল্লেখ করার মতো। গবেষণাকর্মের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি থেকে প্রকাশিত ফোকলোর ও লিখিত সাহিত্যঃ জারিগানের আসরে "বিষাদ-সিন্ধু" আত্তীকরণ ও পরিবেশন পদ্ধতি শীর্ষক গ্রন্থের জন্য সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০১২ অর্জন করেছেন।
Related Articles
দুঃখ – শিশির পথচারী
(একটি বেদনা বিধুর অভিব্যক্তির স্বরলিপি । তাবৎ নিপীড়িত সংখ্যালঘু মানুষের বিদীর্ন হূদয়ের মলিন ক্যানভাসে রক্তবর্ণে খচিত।) দুঃখ আমাকে দুঃখী করে
অভিযোগ নেই
অভিযোগ নেই _______জাহিদ আরেফিন কত আর পথ আছে বাকি- কত অশ্রুধারা বইবে মলিন স্মৃতিপটে , জীর্ণকড়িতে কোনোদিন ফুটবেনা ফুল, তবু
Poem Hoimonti Gaan Othoba
হৈমন্তী গান অথবা… অঞ্জন আচায হেমন্তের বাতাবরণে আমি নিজেকে সি্নগ্ধ করি শিশির আর শিউলির ঘ্রাণে লেগে থাকা মহুয়ার টান- আমাকে