অসাধ্য সাধন
আজন্ম শিখেছে তাই বৈঠা বেয়ে যায়
নয় তরী ভরাডুবি সাধু সাবধান
গণিতের ছকে চলে গায় জয়গান
ঘাটে ঘাটে নাও ভিড়ে পতাকা উড়ায়
বাড়ে ব্যবধান পড়ে পিছিয়ে কোথায় !
সব কি হারায়ে কাঁদে বিফল জীবন
ক্লান্ত পরিশ্রান্ত দেহে করে মূল্যায়ন
কে জিতল কি হারিয়ে কষ্ট শুধু পায় !
কোনোদিন যদি কভু মন চক্ষু মেলে
চেয়ে দেখে কিছু নাই শূন্যই বাহন !
বাড়ি গাড়ি টাকা ডিগ্রী মিথ্যে সে কাহন
এবারে সে হাল ছেড়ে পাল দেয় তুলে
যা হবার হবে প্রভু করে নির্ধারণ
মনন হয় স্বাধীন – অসাধ্য সাধন।
Shahnaz Perveen
আমি ফ্যামিলী মেডিক্যাল প্র্যাকটিশনার, কাজ করছি ফুলটাইম নারেলেন টাউন মেডিক্যাল সেন্টারে। ঢাকা মেডিক্যাল কলেজ থেকে ১৯৯৩ এ গ্রাজুয়েশন করে নিউজিল্যান্ড প্রবাসি হই ১৯৯৬ সনে। প্রথমে নিউজিল্যান্ড, তারপর অস্ট্রেলিয়ায় ফেলোশীপ অর্জন করি আর দুই দেশের রোগীদের সেবা করছি গত আঠারো বৎসর যাবৎ। আমি সিডনিতে স্বামী ডাক্তার রশীদ আহমেদ আর দুই কন্যা প্রমা আর নাহিয়ানকে নিয়ে বাস করি। অবসর সময়ে আমার গান করা, শোনা, কবিতা লিখা আর সমুদ্র তীরে বেড়ানো পছন্দ। জি সিরিজ এই বৎসর আমার রবীন্দ্র সংগীতের একক এলবাম "আমার সকল ভালবাসা" বের করেছে । আমি নিজেকে কবি বা শিল্পী বলতে চাইনা, তবে শিল্পকে আমি ভালবাসি।
Related Articles
অমর একুশ
ভালোবাসার একুশ তুমিসংখ্যা নও শুধু, তারিখও নওরক্ত টগবগ করা উন্মাদনা তুমিফেস্টুন হাতে ফ্যাশন নওভাষাকে ধারণ করবার চেতনা তুমিমিশ্র ভাষার কালিমা
Ami Palye Berai
আমি পালিয়ে বেড়াই ড: খায়রুল হক চৌধুরী দয়া করে চুপ কর! আমি আর বুঝতে পারিনা,পারিনা আমি আধাঁরের মাঝে আমার পথ
জোছনা ঝরা রাতে
জোছনা ঝরা রাতে লক্ষ্মণ ভাণ্ডারী (নবাগত কবি) আকাশ জুড়ে তারার মেলা রাতে ফুটফুটে জোছনায়। চাঁদ ও তারা একসাথে হাসে