by Shahnaz Perveen | September 6, 2019 4:27 pm
আজন্ম শিখেছে তাই বৈঠা বেয়ে যায়
নয় তরী ভরাডুবি সাধু সাবধান
গণিতের ছকে চলে গায় জয়গান
ঘাটে ঘাটে নাও ভিড়ে পতাকা উড়ায়
বাড়ে ব্যবধান পড়ে পিছিয়ে কোথায় !
সব কি হারায়ে কাঁদে বিফল জীবন
ক্লান্ত পরিশ্রান্ত দেহে করে মূল্যায়ন
কে জিতল কি হারিয়ে কষ্ট শুধু পায় !
কোনোদিন যদি কভু মন চক্ষু মেলে
চেয়ে দেখে কিছু নাই শূন্যই বাহন !
বাড়ি গাড়ি টাকা ডিগ্রী মিথ্যে সে কাহন
এবারে সে হাল ছেড়ে পাল দেয় তুলে
যা হবার হবে প্রভু করে নির্ধারণ
মনন হয় স্বাধীন – অসাধ্য সাধন।
Source URL: https://priyoaustralia.com.au/featured/2019/%e0%a6%85%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a7%e0%a6%a8/
Copyright ©2024 PriyoAustralia.com.au unless otherwise noted.