অসাধ্য সাধন
আজন্ম শিখেছে তাই বৈঠা বেয়ে যায়
নয় তরী ভরাডুবি সাধু সাবধান
গণিতের ছকে চলে গায় জয়গান
ঘাটে ঘাটে নাও ভিড়ে পতাকা উড়ায়
বাড়ে ব্যবধান পড়ে পিছিয়ে কোথায় !
সব কি হারায়ে কাঁদে বিফল জীবন
ক্লান্ত পরিশ্রান্ত দেহে করে মূল্যায়ন
কে জিতল কি হারিয়ে কষ্ট শুধু পায় !
কোনোদিন যদি কভু মন চক্ষু মেলে
চেয়ে দেখে কিছু নাই শূন্যই বাহন !
বাড়ি গাড়ি টাকা ডিগ্রী মিথ্যে সে কাহন
এবারে সে হাল ছেড়ে পাল দেয় তুলে
যা হবার হবে প্রভু করে নির্ধারণ
মনন হয় স্বাধীন – অসাধ্য সাধন।
Shahnaz Perveen
আমি ফ্যামিলী মেডিক্যাল প্র্যাকটিশনার, কাজ করছি ফুলটাইম নারেলেন টাউন মেডিক্যাল সেন্টারে। ঢাকা মেডিক্যাল কলেজ থেকে ১৯৯৩ এ গ্রাজুয়েশন করে নিউজিল্যান্ড প্রবাসি হই ১৯৯৬ সনে। প্রথমে নিউজিল্যান্ড, তারপর অস্ট্রেলিয়ায় ফেলোশীপ অর্জন করি আর দুই দেশের রোগীদের সেবা করছি গত আঠারো বৎসর যাবৎ। আমি সিডনিতে স্বামী ডাক্তার রশীদ আহমেদ আর দুই কন্যা প্রমা আর নাহিয়ানকে নিয়ে বাস করি। অবসর সময়ে আমার গান করা, শোনা, কবিতা লিখা আর সমুদ্র তীরে বেড়ানো পছন্দ। জি সিরিজ এই বৎসর আমার রবীন্দ্র সংগীতের একক এলবাম "আমার সকল ভালবাসা" বের করেছে । আমি নিজেকে কবি বা শিল্পী বলতে চাইনা, তবে শিল্পকে আমি ভালবাসি।
Related Articles
পুকুর পাড়ে বেড়ার ধারে
পুকুর পাড়ে বেড়ার ধারে লক্ষ্মণ ভাণ্ডারী (নবাগত কবি) পুকুর পাড়ে বেড়ার ধারে চাঁপা কলার বনে, রাখাল বসে বাজায় বাঁশি পুলক
তবুও আশায় বাঁধি খেলাঘর
ভবসিন্ধুর ওপার থেকে কে যেন ডাকিছে আয়, এ মহীমণ্ডলে কেন ওরে পড়ে আছিস মায়ায়? এ জীবন নিশার স্বপন শুধুমাত্র দু’দিনের
জন্মালেই বয়স বেড়ে যায়
শুন হঠাৎ জন্ম দেখে থমকাইনি মাঝে মাঝে নব জাতক দেখায় আমার অভ্যাসে আছে। অবাক হ্ইনি তোমাকে দেখে তাই; তবে শিহরিত