ইসলামিক সেন্টার অব নিউ সাউথ ওয়েলসের উদ্যোগে ইয়ুথ প্রোগ্রাম

ইসলামিক সেন্টার অব নিউ সাউথ ওয়েলসের উদ্যোগে ইয়ুথ প্রোগ্রাম

বাংলাদেশ ইসলামিক সেন্টার অব নিউ সাউথ ওয়েলসের উদ্যোগে ইয়ুথ প্রোগ্রাম

বাংলাদেশ কমিউনিটির ভাই ও বোনেরা ,
আসালামুবালায়কুম /

নবপ্রজন্মকে উত্সাহিত করার জন্যে বাংলাদেশ ইসলামিক সেন্টার অব নিউ সাউথ ওয়েলসের উদ্যোগে ইয়ুথ প্রোগ্রাম এর আয়োজন করা হয়েছে এতে থাকছে:

বাচ্চাদের জন্য খেলাধুলা ,কিরাত ,
ইসলামিক গেয়ান ,পুরস্কার বিতরিনী
তারিখ : ২৬ শে জানুয়ারী ২০১৩,শনিবার
সময় :সকাল ১০:০০ – দুপুর ১:০০
স্থ/ন : ৯-১৩ হেলেন স্ট্রিট ,সেফটন (সেফটন মসজিদ প্রাঙ্গনে )

জহুরের নামাজের পর সৌজন্যমূলক দুপুরের খাবারের ব্যবস্থা থাকবে আপনারা সবান্ধবে আসার অনুরোধ রইলো।

বিনীত

মনোয়ার মীর্ধা
ইউথ সেক্রেটারি ( 0433 952 953 )

যোগাযোগ : ০৪১১ ২২৫ ৪৬৫, ০৪৩৩ ৫৫৫ ৮১৮, ০৪৫১ ৩৩০ ১২০,০৪৭০ ১১২ ৬৪৩


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment