ইসলামিক সেন্টার অব নিউ সাউথ ওয়েলসের উদ্যোগে ইয়ুথ প্রোগ্রাম

by Priyo Australia | January 24, 2013 3:25 pm

বাংলাদেশ ইসলামিক সেন্টার অব নিউ সাউথ ওয়েলসের উদ্যোগে ইয়ুথ প্রোগ্রাম

বাংলাদেশ কমিউনিটির ভাই ও বোনেরা ,
আসালামুবালায়কুম /

নবপ্রজন্মকে উত্সাহিত করার জন্যে বাংলাদেশ ইসলামিক সেন্টার অব নিউ সাউথ ওয়েলসের উদ্যোগে ইয়ুথ প্রোগ্রাম এর আয়োজন করা হয়েছে এতে থাকছে:

বাচ্চাদের জন্য খেলাধুলা ,কিরাত ,
ইসলামিক গেয়ান ,পুরস্কার বিতরিনী
তারিখ : ২৬ শে জানুয়ারী ২০১৩,শনিবার
সময় :সকাল ১০:০০ – দুপুর ১:০০
স্থ/ন : ৯-১৩ হেলেন স্ট্রিট ,সেফটন (সেফটন মসজিদ প্রাঙ্গনে )

জহুরের নামাজের পর সৌজন্যমূলক দুপুরের খাবারের ব্যবস্থা থাকবে আপনারা সবান্ধবে আসার অনুরোধ রইলো।

বিনীত

মনোয়ার মীর্ধা
ইউথ সেক্রেটারি ( 0433 952 953 )

যোগাযোগ : ০৪১১ ২২৫ ৪৬৫, ০৪৩৩ ৫৫৫ ৮১৮, ০৪৫১ ৩৩০ ১২০,০৪৭০ ১১২ ৬৪৩

Source URL: https://priyoaustralia.com.au/events/sydney-event-list/2013/%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%ac-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%89-%e0%a6%b8%e0%a6%be/