সিডনির মুসলিম কিশোর ফরহাদ
সিডনির মুসলিম কিশোর ফরহাদ খলিল মোহাম্মদ জাবারের জঙ্গী হয়ে ওঠা নিয়ে বেরুতে শুরু করেছে নানা তথ্য। অনলাইনে ব্রিটিশ এক মুসলিম জঙ্গীর সঙ্গে তার সম্পর্ক হয়! তার মাধ্যমেই মাথা নষ্ট হওয়া শুরু হয় পনের বছর বয়সী কিশোরটির! স্কুল ফাঁকি দিয়ে সে চলে যেত প্যারামাটা মসজিদে। সেখানে যে মোল্লার বয়ান শুনতে তার ভালো লাগতো সেটির ভিডিও ফুটেজও পেয়েছে গোয়েন্দারা! গত শুক্রবার প্যারামাটা মসজিদে জুম্মার নামাজ পড়ে বিকেল সাড়ে ৪ টার দিকে একটি পুরনো পিস্তল হাতে গুলি করতে করতে সে স্থানীয় পুলিশ সদর দফতরের দিকে এগোচ্ছিল। তার গুলিতে নিহত হয় চেং নামের পুলিশের এক হিসাবরক্ষক। পুলিশের গুলিতে সেখানেই নিহত হয় কিশোর। এরপর জানা গেল ঘটনার আগের দিন ইস্তাম্বুলের উদ্দেশে সিডনি ছেড়েছে ফরহাদের বোন। সেখান থেকে সিরিয়া অথবা ইরাকে আইএস এর সঙ্গে সে যোগ দিয়েছে ধারনা করা হচ্ছে। মঙ্গলবার ঘটেছে আরেক ঘটনা। পুলিশকে হুমকি দেয়াতে ফরহাদের স্কুলের এক ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। ধারনা করা হচ্ছে তার কাছে আরও তথ্য পাওয়া যেতে পারে ফরহাদদের মাথা নষ্ট কারা করেছে তাদের ব্যাপারে। গত চল্লিশের দশক থেকে লেবানিজ, ইরাকি, সিরিয়ান, জর্দানিয়ান, মিশরীর, সুদানি, ফিলিস্তিনি সহ লক্ষ লক্ষ মুসলিমদের আশ্রয় দিয়েছে অস্ট্রেলিয়া। তাদের বংশধরদের হাতে দেশটির নিরাপত্তা আজ হুমকির সম্মুখিন!
Related Articles
IMLD-2018 Seminar at NSW State Library on17 Feb 2018
IMLD 2018 Seminar hosted jointly by MLC Movement and State library
Chhatra League Australia Branch News
বিপুল উত্সাহ উদ্দীপনা ও জাঁকজমকের মধ্য দিয়ে অস্ট্রেলিয়া শাখা ছাত্রলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ৪১ সদস্যের কমিটি ঘোষণা : বিপুল উত্সাহ
ইউনুস প্রবর্তিত সামাজিক ব্যবসা অস্ট্রেলিয়ায়
হ্যাপি রহমান,সিডনি: নিজস্ব কর্মোদ্দীপনা ও বৈশ্বিক বলয়ে ড. ইউনুস নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। নোবেল বিজয়ী বাংলাদেশী এই মানুষটি


