by Fazlul Bari | October 7, 2015 1:46 am
সিডনির মুসলিম কিশোর ফরহাদ খলিল মোহাম্মদ জাবারের জঙ্গী হয়ে ওঠা নিয়ে বেরুতে শুরু করেছে নানা তথ্য। অনলাইনে ব্রিটিশ এক মুসলিম জঙ্গীর সঙ্গে তার সম্পর্ক হয়! তার মাধ্যমেই মাথা নষ্ট হওয়া শুরু হয় পনের বছর বয়সী কিশোরটির! স্কুল ফাঁকি দিয়ে সে চলে যেত প্যারামাটা মসজিদে। সেখানে যে মোল্লার বয়ান শুনতে তার ভালো লাগতো সেটির ভিডিও ফুটেজও পেয়েছে গোয়েন্দারা! গত শুক্রবার প্যারামাটা মসজিদে জুম্মার নামাজ পড়ে বিকেল সাড়ে ৪ টার দিকে একটি পুরনো পিস্তল হাতে গুলি করতে করতে সে স্থানীয় পুলিশ সদর দফতরের দিকে এগোচ্ছিল। তার গুলিতে নিহত হয় চেং নামের পুলিশের এক হিসাবরক্ষক। পুলিশের গুলিতে সেখানেই নিহত হয় কিশোর। এরপর জানা গেল ঘটনার আগের দিন ইস্তাম্বুলের উদ্দেশে সিডনি ছেড়েছে ফরহাদের বোন। সেখান থেকে সিরিয়া অথবা ইরাকে আইএস এর সঙ্গে সে যোগ দিয়েছে ধারনা করা হচ্ছে। মঙ্গলবার ঘটেছে আরেক ঘটনা। পুলিশকে হুমকি দেয়াতে ফরহাদের স্কুলের এক ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। ধারনা করা হচ্ছে তার কাছে আরও তথ্য পাওয়া যেতে পারে ফরহাদদের মাথা নষ্ট কারা করেছে তাদের ব্যাপারে। গত চল্লিশের দশক থেকে লেবানিজ, ইরাকি, সিরিয়ান, জর্দানিয়ান, মিশরীর, সুদানি, ফিলিস্তিনি সহ লক্ষ লক্ষ মুসলিমদের আশ্রয় দিয়েছে অস্ট্রেলিয়া। তাদের বংশধরদের হাতে দেশটির নিরাপত্তা আজ হুমকির সম্মুখিন!
Source URL: https://priyoaustralia.com.au/community-news/sydney-news/2015/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a1%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ae-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%ab%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%be/
Copyright ©2025 PriyoAustralia.com.au unless otherwise noted.