একটা ছবির গল্প

একটা ছবির গল্প

অস্ট্রেলিয়া সফরের সময় রোববার ছুটির দিনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হয়। অস্ট্রেলিয়ান নেতারা সাধারনত ছুটির দিনে কাজ করেননা, কোন এপোয়েন্টমেন্ট রাখেননা। কিন্তু প্রথা ভেঙ্গে ছুটির দিনে ম্যালকম টার্নবুল তাঁর সিডনির বাড়িতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক যে করেছেন, এটিকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সিডনি হারবারের পাশে মনোরম পরিবেশের ওই বাড়ির বারান্দায় আন্তরিক পরিবেশে বৈঠকটি হয়। টার্নবুল সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিজের হাতে চা বানিয়ে খাওয়ান ❤

ওই বৈঠকে অস্ট্রেলিয়া বা বাংলাদেশ কোন তরফের কোন ফটোগ্রাফারের প্রবেশাধিকার ছিলোনা। তাহলে যে ছবিগুলো মিডিয়ায় এসেছে সেগুলো কে তুললো? সেটাই নিউজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অস্ট্রেলিয়া সফর উপলক্ষে বাংলাদেশ হাইকমিশন তাঁকে অস্ট্রেলিয়ান একটি মোবাইল ফোনের সিমসহ নতুন একটি হ্যান্ডসেট উপহার দেয় ❤ বৈঠক শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটি দিয়েই টার্নবুলের সঙ্গে ছবি তোলেন।

এদিকে বাইরে শীর্ষ বৈঠকের একটি ছবির জন্য হাহাকার করছিলেন প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ফটো সাংবাদিকরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা টার্নবুলের বাড়ি থেকে হোটেলে ফিরে তাঁর মোবাইল ফোনে তোলা ছবিগুলো ফটো সাংবাদিকদের দেখান। তখন তাঁর সফরসঙ্গী ফোকাস বাংলা নিউজের ইয়াসিন কবির জয় তাঁকে বলেন, আপা এই ছবিগুলোই আমার দরকার। প্রধানমন্ত্রী তখন তাঁর এক সামরিক কর্মকর্তাকে তাঁর ফোন থেকে ছবিগুলো জয়কে দিতে বলেন। তখন তিনি ফোন থেকে বিরল বৈঠকের বিরল ছবিগুলো ইমেইল করে জয়কে দেন। এভাবেই টার্নবুল-শেখ হাসিনার ছবিগুলো এসেছে মিডিয়ায় ❤


Place your ads here!

Related Articles

ইন্টারভ্যু: মুশফিকের বাবা মাহবুব হামিদ

ছেলের সঙ্গে কথা বলে ব্রিসবেন যাত্রা বাতিল করেছেন মুশফিকের বাবা মাহবুব হামিদ। শুক্রবার রাতে সিডনিতে বিডিনিউজ টোয়েন্টিফোরকে দেয়া এক সাক্ষাৎকারে

Excellence in dancing – Arpita Shome Choudhury

Dance, the supreme art form which skillfully embodies the three primary ingredients- BHAVAM, RAGAM and THALAM fascinated her right from

শফিউল আলম প্রধানদের রাজনীতি

ফজলুল বারী: এরশাদ আমলে শফিউল আলম প্রধানের ইন্টারভ্যু করতে প্রথম তার জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার কাপ্তান বাজারের অফিসে যাই। সময়টা ছিল

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment