নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ নির্বিঘ্নই হবে

ফজলুল বারী, নেপিয়ার থেকে
পূর্বাভাস পাল্টে দিয়ে আবহাওয়া বদলে গেছে নেপিয়ারের। এরজন্য বলা যেতে পারে নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ নির্বিঘ্নই হবে বলা চলে। সোমবার সারা রাত এবং মঙ্গলবার সকালে এখানে বেশ বৃষ্টি ঝরলেও দুপুরের পর থেকে আবহাওয়া বদলে যেতে শুরু করে। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল চারটায় এ রিপোর্ট লেখার সময় অন্য রোদেলা এক নেপিয়ার যেন। তাপমাত্রা এখন ২৪ ডিগ্রী সেলসিয়াস। আগামী কয়েক ঘন্টার স্থানীয় আবহাওয়ার পূর্বাভাস হচ্ছে বিকেল ৫ টায় বাতাস, ৬ টায় মেঘলা, খেলা শুরুর সময় সন্ধ্যা ৭ টায় এই মেঘ এই রোদ চলবে। নেপিয়ারে এখন গ্রীষ্মকাল। এদেশে গ্রীষ্মকালে সূর্য ডোবে দেরিতে। মঙ্গলবার সূর্য ডুববে ৮ টা ৪২ মিনিটে। রাত ৯ টা-১০টার দিকে এখানে বিচ্ছিন্ন বৃষ্টি হতে পারে।
রাত ৯ টায় এখানকার ম্যাকলিন পার্কে হবে বাংলাদেশ-নিউজিল্যান্ডের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। ক্রাইস্টচার্চ এবং নেলসনে প্রথম ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হবার পর ম্যাকলিন পার্কের এই ম্যাচ নিয়ে অনেক আশা দেশবাসীর। দুরুহ স্বপ্নের আশা। দলে চলছে অসন্তোষ। কোচের সঙ্গে সিনিয়র খেলোয়াড়দের সম্পর্ক ভালো যাচ্ছেনা। কিউই-টাইগার্স দুই পক্ষের শক্তির সামর্থ্যের পার্থক্য অনেক। এরপরও ক্রিকেটে সবকিছুই সম্ভব। এমন আশা নিয়েই সবাই তাকিয়ে আছে নেপিয়ারের ম্যাকলি পার্কের দিকে।
আজকের ম্যাচে বাংলাদেশ স্কোয়াডে ফিরে এসেছেন রুবেল আর সৌম্য। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, সহ অধিনায়ক সাকিব আল হাসান, তামিম ইকবাল, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান মিলে বাংলাদেশ স্কোয়াড এখন কিউইদের মোকাবেলার অপেক্ষায়।
Related Articles
কলকাতা থেকে বাঙ্গালোর পথে হঠাৎ দেখি ধোনি-কোহলি-যুবরাজ
ফজলুল বারী, বাঙ্গালোর থেকে: এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এ-ওয়ান সেভেন সেভেন ওয়ানে কলকাতা থেকে বাঙ্গালোরের যাত্রী। উদ্দেশ্য ক্রিকেট। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ-অস্ট্রেলিয়া,
বৈশাখী মেলায় অজি এনএসইউআরস্
শাহরিয়ার পাভেল: অজি এনএসইউআরস্, অস্ট্রেলিয়ায় প্রবাসী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) প্রাক্তন ছাত্রছাত্রীদের সংগঠন । সংগঠনটি একই বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রছাত্রীদের মধ্যকার যোগাযোগ
What our President can do to resolve the political crisis?
BNP Chairperson Khaleda Zia on 19th November met President Abdul Hamid and urged him to take steps towards a consensus