‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ পুসান থেকে আবুধাবি

‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ পুসান থেকে আবুধাবি

‘আমার জীবনে আমি এত অটোগ্রাফ দিইনি, দর্শকেরা আমাকে ঘিরে ধরেছিল।’ ফোনের ওপাশে খুবই উল্লসিত শোনাল মোস্তফা সরয়ার ফারুকীর কণ্ঠ। দক্ষিণ কোরিয়ার পুসান চলচ্চিত্র উত্সবে ফারুকীর ছবি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার-এর আন্তর্জাতিক উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। কেমন হলো প্রথম প্রদর্শনীটি? ‘প্রতিক্রিয়া খুবই ভালো, আমি অভিভূত। বিভিন্ন চিত্রসমালোচক, অন্য দেশের উত্সব আয়োজক, সাধারণ দর্শক যখন ছবিটার প্রশংসা করছিল, আমি বিস্মিত বোধ করছিলাম।’ ছবির পরিচালকের কণ্ঠের উচ্ছ্বাসই যেন বলে দিচ্ছিল সব। ‘একটার পর একটা সাক্ষাত্কার দিচ্ছি, এইমাত্র এখানকার একমাত্র ইংরেজি বেতারে সাক্ষাত্কার প্রচারিত হলো, সিনে ২১ পত্রিকা নিল অনেক বড় সাক্ষাত্কার। আন্তর্জাতিক প্রদর্শনীর জন্য পরিবেশক প্রতিষ্ঠানগুলো আগ্রহ প্রকাশ করছে, বড় বড় প্রতিষ্ঠানের সঙ্গে কথা হচ্ছে। ওদিকে হলিউড রিপোর্টার তাঁর রিপোর্টে এই ছবিটার প্রসঙ্গে বাংলাদেশকে উল্লেখ করেছেন উত্সবের বিস্ময়কর দেশ হিসেবে। আমার ছবির সূত্রে যখন বাংলাদেশের প্রশংসা হয়, তখন চোখে পানি চলে আসে।’

কোরিয়ার পুসান থেকে আজ ফারুকী রওনা হচ্ছেন আবুধাবির উদ্দেশে। আবুধাবি আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে প্রতিযোগিতা বিভাগে অংশ নিতে যাচ্ছে ইমপ্রেস টেলিফিল্মের এই ছবিটি। ছবির প্রযোজক ফরিদুর রেজা সাগর, অভিনেত্রী নুসরাত তিশা, অভিনেতা শহীদুল আলম সাচ্চু ঢাকা থেকে উড়ে যাচ্ছেন আবুধাবিতে আমন্ত্রিত হয়ে। এক লাখ মার্কিন ডলার অর্থমূল্যের পুরস্কারের এই উত্সব এখন পৃথিবীর অন্যতম ‘দামি’ চলচ্চিত্র উত্সব। উত্সবে প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত ১৮টি ছবির মধ্যে ২০০৯-এর কান চলচ্চিত্র উত্সব থেকে এসেছে তিনটি, ভেনিস চলচ্চিত্র উত্সব থেকে দুটি, টরন্টো থেকে চারটি, সান সেবাস্টিয়ান থেকে একটি। এই ১৮টি ছবির মধ্যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একমাত্র দক্ষিণ এশীয় ছবি। বর্তমান বিশ্বের খ্যাতনামা পরিচালকদের মধ্যে টার্টলস ক্যান ফ্লাই-খ্যাত বাহমান ঘোবাদী, ডিভাইন ইনটারভেনশন-খ্যাত এলিয়া সোলায়মানের মতো পরিচালকেরা এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। ‘এত মহারথীর ভিড়ে প্রতিযোগিতায় আপনার পুরস্কার লাভের সম্ভাবনা কেমন?’ এই প্রশ্নের জবাবে ফারুকী বলেন, ‘এই বছরের বিশ্বসেরা ছবিগুলোর সঙ্গে একই কাতারে প্রতিদ্বন্দ্বিতা করাই আমাদের দেশের জন্য বিশাল সম্মানের ব্যাপার। পুরস্কার পাওয়ার আশা করছি না। আমার ছবিটা দেখবেন আব্বাস কিয়ারোস্তামি—এটাই সবচেয়ে বড় পুরস্কার।’

উত্সবে ছবিটি প্রদর্শিত হবে আজ ও আগামীকাল আবুধাবিতে, সময় রাত নয়টায়।

Third Person Singular Number Proudly Releasing in Australia By AusBan Media Centre in December along with Bangladesh and America.

Link reqeusted by Golam Mostafa | original source


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment