আব্দুল মালেক ও বেগম শামসুন নাহার স্মারক বৃক্ষ ও বৃত্তি প্রদান

আব্দুল মালেক ও বেগম শামসুন নাহার স্মারক বৃক্ষ ও বৃত্তি প্রদান

সোনারং তরুছায়া আনুষ্ঠানিকতা : আব্দুল মালেক ও বেগম শামসুন নাহার স্মারক বৃক্ষ ও বৃত্তি প্রদান

.আমরা ‘সোনারং তরুছায়া’র পক্ষ থেকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করার জন্য নানাভাবে কাজ করে যাচ্ছি। ‘বৃক্ষে বরণ, বৃক্ষে স্মরণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘সোনারং তরুছায়া’র মাধ্যমে আমরা প্রিয়জনের জন্মদিনে গাছের চারা উপহার দিয়ে তাঁকে বরণ করে থাকি, তেমনি প্রিয়জনের মৃত্যুদিনে বৃক্ষপ্রেমীদের গাছের চারা উপহার দিয়ে তাঁকে স্মরণ করি গভীর শ্রদ্ধায়। আমরা চাই বৃক্ষপ্রেমী মাত্রই তা করুক। পরিবেশ রক্ষায় নানাভাবে ভূমিকা রাখুক। বৃক্ষরোপণ হয়ে উঠুক মানুষের নিত্য প্রয়োজনীয় অনুষঙ্গ!

‘সোনারং তরুছায়া প্রবাসী বৃক্ষপ্রেমী সম্মাননা ২০১৮’ প্রাপ্ত মুন্সীগঞ্জের সন্তান বৃক্ষপ্রেমী, কবি ও সাহিত্যিক মাকসুদ আলম সন্তান সপরিবারে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরাতে থাকেন। সেখানে নিজ বাসভবনের ব্যাকইয়ার্ডে তিনি ও তার স্ত্রী সোমা পারভীন মিলে একটি অনন্য বাগান গড়ে তুলেছেন। নিজেদের বৃক্ষ বিলাসকে তারা সফল করেছেন। দেশের বাইরে তিনি নিজ আবাসন কম্পাউন্ডে এক চিলতে সবুজ বাংলাদেশ গড়ে তুলেছেন। এছাড়া বৃক্ষপ্রেমী মাকসুদ আলম স্বপন আমাদের একজন নিয়মিত পৃষ্ঠপোষক ও শুভানুধ্যায়ী। যে কারণে আমরা তার প্রতি ভীষণ কৃতজ্ঞ! তিনি তার প্রয়াত শ্রদ্ধেয় পিতামাতার নামে প্রতিষ্ঠিত ‘আব্দুল মালেক ও বেগম শামসুন নাহার ফাউন্ডেশন’ এর পক্ষ থেকে আমাদের ‘সোনারং তরুছায়া’র ব্যবস্থাপনায় প্রাতিষ্ঠানিকভাবে বৃক্ষপ্রেমী শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও শ্রেষ্ঠ বৃক্ষপ্রেমী শিক্ষার্থীকে এককালীন বৃত্তি প্রদানের উদ্যোগ গ্রহণ করেছেন। তার শ্রদ্ধেয় পিতামাতা উপকারী মহীরূহের মতোই ছায়া দিয়ে, মায়া দিয়ে তাঁর সন্তানদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলে অনন্য ভূমিকা পালন করেছেন। সমাজেও ইতিবাচক অবদান রেখে গেছেন যথাসাধ্য।

সংস্কৃতিজন ও বৃক্ষপ্রেমী মাকসুদ আলম স্বপনের মা শ্রদ্ধেয়া বেগম শামসুন নাহার এর নবম মৃত্যুবার্ষিকী আজ (১ নভেম্বর ২০১৯ খ্রি.)। আজ তাঁকে পরম শ্রদ্ধায় স্মরণ ও শুভ কামনা করে আমরা ‘সোনারং তরুছায়া’র মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ভবেরচরস্থ কম্পাউন্ডে ২ দিনব্যাপি কর্মসূচির আয়োজন করেছি। আজ সারাদিন আমাদের কম্পাউন্ড থেকে বৃক্ষপ্রেমী শিক্ষার্থীদের গাছের চারা উপহার দিই ও আপ্যাায়ন করি। আগামীকালও আমরা স্থানীয় বৃক্ষপ্রেমী শিক্ষার্থীদের গাছের চারা উপহার দেবো। আগামীকাল সম্মানিত অতিথি হিসেবে গজারিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জনাব খাদিজা আক্তার আখি ও ভবেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাহিদ মো. লিটন উপস্থিত থাকবেন। তাঁরা এ বছর ‘আব্দুল মালেক ও বেগম শামসুন নাহার স্মারক বৃত্তি’র জন্য মনোনীত বৃক্ষপ্রেমী মেহরীন কামাল নুহা’র হাতে এককালীন বৃত্তির অর্থ ও সনদপত্র তুলে দেবেন।

.সোনারং তরুছায়া আনুষ্ঠানিকতা ২০আব্দুল মালেক ও বেগম শামসুন নাহার স্মারক বৃক্ষ ও বৃত্তি প্রদান….আমরা ‘সোনারং তরুছায়া’র পক্ষ থেকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করার জন্য নানাভাবে কাজ করে যাচ্ছি। ‘বৃক্ষে বরণ, বৃক্ষে স্মরণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘সোনারং তরুছায়া’র মাধ্যমে আমরা প্রিয়জনের জন্মদিনে গাছের চারা উপহার দিয়ে তাঁকে বরণ করে থাকি, তেমনি প্রিয়জনের মৃত্যুদিনে বৃক্ষপ্রেমীদের গাছের চারা উপহার দিয়ে তাঁকে স্মরণ করি গভীর শ্রদ্ধায়। আমরা চাই বৃক্ষপ্রেমী মাত্রই তা করুক। পরিবেশ রক্ষায় নানাভাবে ভূমিকা রাখুক। বৃক্ষরোপণ হয়ে উঠুক মানুষের নিত্য প্রয়োজনীয় অনুষঙ্গ!‘সোনারং তরুছায়া প্রবাসী বৃক্ষপ্রেমী সম্মাননা ২০১৮’ প্রাপ্ত মুন্সীগঞ্জের সন্তান বৃক্ষপ্রেমী, কবি ও সাহিত্যিক মাকসুদ আলম সন্তান সপরিবারে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরাতে থাকেন। সেখানে নিজ বাসভবনের ব্যাকইয়ার্ডে তিনি ও তার স্ত্রী সোমা পারভীন মিলে একটি অনন্য বাগান গড়ে তুলেছেন। নিজেদের বৃক্ষ বিলাসকে তারা সফল করেছেন। দেশের বাইরে তিনি নিজ আবাসন কম্পাউন্ডে এক চিলতে সবুজ বাংলাদেশ গড়ে তুলেছেন। এছাড়া বৃক্ষপ্রেমী মাকসুদ আলম স্বপন আমাদের একজন নিয়মিত পৃষ্ঠপোষক ও শুভানুধ্যায়ী। যে কারণে আমরা তার প্রতি ভীষণ কৃতজ্ঞ! তিনি তার প্রয়াত শ্রদ্ধেয় পিতামাতার নামে প্রতিষ্ঠিত ‘আব্দুল মালেক ও বেগম শামসুন নাহার ফাউন্ডেশন’ এর পক্ষ থেকে আমাদের ‘সোনারং তরুছায়া’র ব্যবস্থাপনায় প্রাতিষ্ঠানিকভাবে বৃক্ষপ্রেমী শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও শ্রেষ্ঠ বৃক্ষপ্রেমী শিক্ষার্থীকে এককালীন বৃত্তি প্রদানের উদ্যোগ গ্রহণ করেছেন। তার শ্রদ্ধেয় পিতামাতা উপকারী মহীরূহের মতোই ছায়া দিয়ে, মায়া দিয়ে তাঁর সন্তানদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলে অনন্য ভূমিকা পালন করেছেন। সমাজেও ইতিবাচক অবদান রেখে গেছেন যথাসাধ্য।সংস্কৃতিজন ও বৃক্ষপ্রেমী মাকসুদ আলম স্বপনের মা শ্রদ্ধেয়া বেগম শামসুন নাহার এর নবম মৃত্যুবার্ষিকী আজ (১ নভেম্বর ২০১৯ খ্রি.)। আজ তাঁকে পরম শ্রদ্ধায় স্মরণ ও শুভ কামনা করে আমরা ‘সোনারং তরুছায়া’র মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ভবেরচরস্থ কম্পাউন্ডে ২ দিনব্যাপি কর্মসূচির আয়োজন করেছি। আজ সারাদিন আমাদের কম্পাউন্ড থেকে বৃক্ষপ্রেমী শিক্ষার্থীদের গাছের চারা উপহার দিই ও আপ্যাায়ন করি। আগামীকালও আমরা স্থানীয় বৃক্ষপ্রেমী শিক্ষার্থীদের গাছের চারা উপহার দেবো। আগামীকাল সম্মানিত অতিথি হিসেবে গজারিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জনাব খাদিজা আক্তার আখি ও ভবেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাহিদ মো. লিটন উপস্থিত থাকবেন। তাঁরা এ বছর ‘আব্দুল মালেক ও বেগম শামসুন নাহার স্মারক বৃত্তি’র জন্য মনোনীত বৃক্ষপ্রেমী মেহরীন কামাল নুহা’র হাতে এককালীন বৃত্তির অর্থ ও সনদপত্র তুলে দেবেন।.

Posted by Kazi Hasan on Friday, November 1, 2019

Place your ads here!

Related Articles

News from Boston

বোস্টন বাংলা নিউজ সহযোগী সম্পাদক বিশ্বজিত সাহার পিতৃ বিয়োগ সুহাস বড়ুয়া: বিবিএন/বাপস নিউজ অনলাইন পত্রিকা বোস্টন বাংলা নিউজ (www.bostonbanglanews.com) এর

বর্হি বিশ্বে প্রথম ছাত্রদল অষ্ট্রেলিয়া মহাদেশের পূর্নাংগ কমিটি অনুমোদন

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অষ্ট্রেলিয়া শাখার পূনাংগ কমিটি অনুমোদন করেছে বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুররী এ্যানি এমপি। মোঃ

সবার সহযোগিতা চেয়েছেন নিউইয়র্কে নয়া কনসাল জেনারেল শামীম আহসান

কনসাল জেনারেল হিসেবে নতুন কর্মস্থলে যোগ দিতে পেশাদার কূটনীতিবিদ শামীম আহসান এখন নিউইয়র্কে অবস্থান করছেন। ১৫ এপ্রিল মঙ্গলবার তাঁর প্রথম

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment