News from Boston
বোস্টন বাংলা নিউজ সহযোগী সম্পাদক বিশ্বজিত সাহার পিতৃ বিয়োগ
সুহাস বড়ুয়া: বিবিএন/বাপস নিউজ অনলাইন পত্রিকা বোস্টন বাংলা নিউজ (www.bostonbanglanews.com) এর সহযোগী সম্পাদক ও নিউ ইংল্যান্ড বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিত সাহার পিতা চট্ট্রগ্রামের সীতাকুন্ড থানার বিশিস্ট ব্যবসায়ী ও সমাজ সেবক বাবু বিরেন্দ্র লাল সাহা গত ৩১সে ডিসেম্বর শ্বাসতন্ত্রের সমস্যার কারনে পরলোক গমন করেন / মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর / তিনি বিধবা স্ত্রী কাঞ্চন মনি সাহা, দেশে ও দেশের বাইরে ৪ পুত্র, ৪ কন্যা, ১৩ জন নাতি- নাতনীসহ অনেক গুনগ্রাহী রেখে যান/ সন্তানদের মধ্যে তার দুই পুত্র রনজিত রঞ্জন সাহা ও সুরজিত সাহা বর্তমানে স্বপরিবারে লন্ডনে বসবাস করছেন, মেঝ সন্তান বিশ্বজিত সাহা আমেরিকার বোস্টন শহরে পরিবার নিয়ে বসবাস করছেন / বিরেন্দ্র লাল সাহার মৃত্যুতে বৃহত্তর বোস্টন ও নিউ ইংল্যান্ডের বিভিন্ন সমাজ সেবী সংস্থা , রাজনৈতিক দল, মানবাধিকার সংগঠন ও কমিউনিটির শুভানুধ্যায়ীরা পৃথক পৃথক বিবৃতিতে শোক ও প্রয়াতের আত্মার শান্তি কামনা করেছেন এবং তার পরিবারের সদস্য- সদস্যাদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন / বিবৃতি প্রদানকারীদের মধ্যে রয়েছে বাংলাদেশ এসোসিয়েসন অফ নিউ ইংল্যান্ড (বেইন) এর পক্ষে সভাপতি শাহীন খান, সহ -সভাপতি কাজী হেলাল ও সাধারন সম্পাদক তরুণ বড়ুয়া, নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের পক্ষে সভাপতি মো: ওসমান গনি ও সাধারন সম্পাদক জাহেদুল ওসমানী , নিউ ইংল্যান্ড বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ক্রিস্টান ঐক্য পরিষদের পক্ষে সহ সভাপতি তপন কুমার সাহা, সাধারন সম্পাদক সুহাস বড়ুয়া ও সাংগঠনিক সম্পাদক রবিন দাশ / বোস্টন বাংলা নিউজের পক্ষে president,Osman Gani, প্রধান সম্পাদক হাকিকুল ইসলাম খোকন, সহযোগী সম্পাদক নাসিম পারভীন পারু, সহযোগী সম্পাদক মোহাম্মদ সামসুল আলম প্রমুখ/
News Hakikul Chowdhury