সময়

হঠাৎ কোন আকাশে উড়ে গেল আমার পালিতা পাখি দল
কথা তো অনেক দিয়েছিল ফিরে আসবে আজ অথবা কাল
স্বপ্নের শহরে বিনা পাখি গানে উষ্ণ হয় না
জমাট বাঁধা মন তাপ
ধৈর্যের গাছে ঝুলে থাকা বন্ধ্যত্ব ঘুচাবার ঘন্টা আড়াল করে যৌনপ্রহারের শব্দ
খাঁচ ভাঙ্গা দেহে প্রসাধন প্রলেপ লেপে
মিথ্যে সুন্দরী হওয়ার ভান কেবল চোখ জলে থৈ থৈ ভাসে
হে সময়ের সমুদ্র তোমার ঢেউ তাড়ালে
ভাসিয়ে দেবো বাকী আয়ুটুকু
যদিও আমি কোন রাজ্যের রানী নই
হাতে নেই অজস্র প্রাচুর্য
দিন ভালো হলে এবার যাত্রী হবো আরব সাগরী !

Najmin Mortuza
দার্শনিক বোধ তাড়িত সময় সচেতন নিষ্ঠাবান কবি। চলমান বাস্তবতাকে ইতিহাস-ঐতিহ্যের পরম্পরায় জারিত করে তিনি কাব্য রূপান্তরে অভ্যস্ত। কাব্য রচনার পাশাপাশি ক্ষেত্রসমীক্ষাধর্মী মৌলিক গবেষণা ও কথাসাহিত্য সাধনায় তাঁর নিবেদন উল্লেখ করার মতো। গবেষণাকর্মের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি থেকে প্রকাশিত ফোকলোর ও লিখিত সাহিত্যঃ জারিগানের আসরে "বিষাদ-সিন্ধু" আত্তীকরণ ও পরিবেশন পদ্ধতি শীর্ষক গ্রন্থের জন্য সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০১২ অর্জন করেছেন।
Related Articles
মা
মা: চলতে পথে হঠাৎ করেইথমকে গেল পামনে হোল পেছনে আমারদাঁড়িয়ে আছেন মা। জলদি ঘুরে দৌড়ে গেলামশত স্বপ্ন মনে আঁকাচমকে গিয়ে
Tor Chithi
তোর চিঠি….. তোর চিঠি পেলামজানতে চেয়েছিস কেমন আছি,ভালই আছিপ্রচন্ড শীতের দাপটেগৃহবন্দী জীবন কাটাচ্ছি। তুই লিখেছিস, দেশে এখন ফাগুনের উৎসবফাগুন হাওয়ায়
ঢাকার ইলেকট্রা – ডঃ খায়রুল হক চৌধূরী
এই নভেম্বরে এসে আমরা সবাই অশান্ত দীঘর্ পথ-পরিক্রমায়; তোমার সাথে আমরা এই বিশাল জনপদের বাসিন্ধারা। আর কিছু নয়, একটু আশা