by Najmin Mortuza | August 30, 2018 1:11 pm
হঠাৎ কোন আকাশে উড়ে গেল আমার পালিতা পাখি দল
কথা তো অনেক দিয়েছিল ফিরে আসবে আজ অথবা কাল
স্বপ্নের শহরে বিনা পাখি গানে উষ্ণ হয় না
জমাট বাঁধা মন তাপ
ধৈর্যের গাছে ঝুলে থাকা বন্ধ্যত্ব ঘুচাবার ঘন্টা আড়াল করে যৌনপ্রহারের শব্দ
খাঁচ ভাঙ্গা দেহে প্রসাধন প্রলেপ লেপে
মিথ্যে সুন্দরী হওয়ার ভান কেবল চোখ জলে থৈ থৈ ভাসে
হে সময়ের সমুদ্র তোমার ঢেউ তাড়ালে
ভাসিয়ে দেবো বাকী আয়ুটুকু
যদিও আমি কোন রাজ্যের রানী নই
হাতে নেই অজস্র প্রাচুর্য
দিন ভালো হলে এবার যাত্রী হবো আরব সাগরী !
[1]
Source URL: https://priyoaustralia.com.au/literature/poems/2018/%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%9f/
Copyright ©2024 PriyoAustralia.com.au unless otherwise noted.