শীতের আমেজ

ভারী হিমেল বাতাস বইছে
শীতের আমেজ নিয়ে এসেছে
পাতাগুলো কুঁকড়ে উঠছে
শক্তিহীন দোলা গাছের ডালপালাতে!
করছে বরফ শীতল মন
হৃদস্পন্দন থামিয়ে দিচ্ছে হঠাৎ
শীতনিদ্রার প্রয়োজন মনে হয়
তবুও চলবে জীবন অদ্ভুত যান্ত্রিকতায়
যেন সবকিছুই আছে ! আবার কিছুই নেই!

Shahnaz Perveen
আমি ফ্যামিলী মেডিক্যাল প্র্যাকটিশনার, কাজ করছি ফুলটাইম নারেলেন টাউন মেডিক্যাল সেন্টারে। ঢাকা মেডিক্যাল কলেজ থেকে ১৯৯৩ এ গ্রাজুয়েশন করে নিউজিল্যান্ড প্রবাসি হই ১৯৯৬ সনে। প্রথমে নিউজিল্যান্ড, তারপর অস্ট্রেলিয়ায় ফেলোশীপ অর্জন করি আর দুই দেশের রোগীদের সেবা করছি গত আঠারো বৎসর যাবৎ। আমি সিডনিতে স্বামী ডাক্তার রশীদ আহমেদ আর দুই কন্যা প্রমা আর নাহিয়ানকে নিয়ে বাস করি। অবসর সময়ে আমার গান করা, শোনা, কবিতা লিখা আর সমুদ্র তীরে বেড়ানো পছন্দ। জি সিরিজ এই বৎসর আমার রবীন্দ্র সংগীতের একক এলবাম "আমার সকল ভালবাসা" বের করেছে । আমি নিজেকে কবি বা শিল্পী বলতে চাইনা, তবে শিল্পকে আমি ভালবাসি।
Related Articles
খোঁজ
পদচিহ্ন খুঁজে খুঁজে ফিরছো কি তুমি ? একটা তেপান্তরের মাঠ , বয়ে যাওয়া ছোট্ট নদী সাদা কাশবন ধার ধুলো জমা
Shekal, a'kal, Hey Janoni
সেকাল, একাল, হে জননীআবেদ চৌধুরী ধানের কালে জন্ম আমার তোমার কোলে সুপারির বনে;হরিত বিকেলে তখনো নদীতে মাছেদের খেলা হত ।উজান
Ayre Khokon
আয়রে খোকনআহমেদ সাবের পর্ব – ১ খোকন, তখন যে তোর বয়স ছিল ভালবাসার;মানে এবং অভিমানে কান্না হাসার।ভরা নদীর স্রোতের মত,সঙ্গে