আলৌকিক প্রেম

ভীরু চাঁদ পালিয়ে বেড়িয়েছে এতকাল
বিশ্বাসী মেঘের আড়ালে আড়ালে!
অভ্যেসে পরিণত হয়েছে তাই
মেঘের যখন রুপ বদলেছে,
হুংকারে কালবৈশেখী নেমেছে!
চমকে উঠেছে, ঘাবড়ে যায়নি কখনোই।
পূর্নিমার রাতে যখন মেঘ হাল্কা হয়ে ভাসছে
আলোকিত চাঁদ নিজের অজান্তেই বেরিয়ে পড়েছে!
চোখে চোখ পড়ে গেছে ধ্রুবতারার সাথে!
ভয়ংকর ভাবনায় আন্দোলিত হয় তার মন!
রচিত হয়ে যাবে কি আলৌকিক প্রেমময় কোনো এক লোকগাঁথা!

Shahnaz Perveen
আমি ফ্যামিলী মেডিক্যাল প্র্যাকটিশনার, কাজ করছি ফুলটাইম নারেলেন টাউন মেডিক্যাল সেন্টারে। ঢাকা মেডিক্যাল কলেজ থেকে ১৯৯৩ এ গ্রাজুয়েশন করে নিউজিল্যান্ড প্রবাসি হই ১৯৯৬ সনে। প্রথমে নিউজিল্যান্ড, তারপর অস্ট্রেলিয়ায় ফেলোশীপ অর্জন করি আর দুই দেশের রোগীদের সেবা করছি গত আঠারো বৎসর যাবৎ। আমি সিডনিতে স্বামী ডাক্তার রশীদ আহমেদ আর দুই কন্যা প্রমা আর নাহিয়ানকে নিয়ে বাস করি। অবসর সময়ে আমার গান করা, শোনা, কবিতা লিখা আর সমুদ্র তীরে বেড়ানো পছন্দ। জি সিরিজ এই বৎসর আমার রবীন্দ্র সংগীতের একক এলবাম "আমার সকল ভালবাসা" বের করেছে । আমি নিজেকে কবি বা শিল্পী বলতে চাইনা, তবে শিল্পকে আমি ভালবাসি।
Related Articles
বসন্ত আগমনী
যখন থামবে সব আনন্দ কলরব প্রাণের যত সাধ , মনের অনুপম সাজ! নিজকে গুটিয়ে নিব নাহয় শামুক হবো !খুঁজবো না আর সাড়া তোমার
হারিয়ে যাওয়া ভালবাসা
হারিয়ে যাওয়া ভালবাসা লক্ষ্মণ ভাণ্ডারী (নবাগত কবি) হারিয়ে যাওয়া ভালবাসা ঝরে পড়া গোলাপ ফুলের মত, হারিয়ে যাওয়া ভালবাসা জীবনের
নতুন সকালের সন্ধানে
মাটির প্রদীপ ও আকাশের চাঁদ সাঁঝের বেলা কথা কয়, মাটির প্রদীপ নিভে গেলে পরে চাঁদ শুধু জেগে রয়। তুলসীতলায় জ্বলে