আলৌকিক প্রেম

by Shahnaz Perveen | May 24, 2018 10:32 am

ভীরু চাঁদ পালিয়ে বেড়িয়েছে এতকাল

বিশ্বাসী মেঘের আড়ালে আড়ালে!

অভ্যেসে পরিণত হয়েছে তাই

মেঘের যখন রুপ বদলেছে,

হুংকারে কালবৈশেখী নেমেছে!

চমকে উঠেছে, ঘাবড়ে যায়নি কখনোই।

পূর্নিমার রাতে যখন মেঘ হাল্কা হয়ে ভাসছে

আলোকিত চাঁদ নিজের অজান্তেই বেরিয়ে পড়েছে!

চোখে চোখ পড়ে গেছে ধ্রুবতারার সাথে!

ভয়ংকর ভাবনায় আন্দোলিত হয় তার মন!

রচিত হয়ে যাবে কি আলৌকিক প্রেমময় কোনো এক লোকগাঁথা!

[1]

Endnotes:
  1. [Image]: http://priyoaustralia.com.au/wp-content/uploads/2018/05/download.jpg

Source URL: https://priyoaustralia.com.au/literature/poems/2018/%e0%a6%86%e0%a6%b2%e0%a7%8c%e0%a6%95%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae/