অপেক্ষা
Print this article
Font size -16+
সে কি বোঝে,বোঝে তার ব্যথা
না বলা তার যত কথা
কি যাতনা সয় সে একা একা
নিপুন হাতে কে গড়ে; গড়ে ভাঙে
তার প্রথম প্রেম আর প্রেমহীন
স্বপ্ন ডিঙ্গা
সে কি বোঝে,বোঝে সে কি তা
এক জীবনের সব চাওয়া জলে ফেলে
কে আছে চেয়ে, আছে কান পেতে
অপেক্ষাতে; কখন সে আসে
এসে ভাসে, ডুবে ,সাঁতার কাটে
তার বেদনাতে,
যে যমুনা আঁকা!
Related Articles
রবীন্দ্রনাথ সিলওট আইলা
মনিফুরী নাচ আর মোজতবা আলীরে ফাইলা
দিলরুবা শাহানা রবীন্দ্রনাথ সিলওট আইলামনিফুরী নাচ আর মোজতবা আলীরে ফাইলা* এখবার কবি রবীন্দ্রনাথ ঠাকুর সিলওট আইসলা। হি সময় সিলওট বেঙ্গলে
ঝড়
এমন একটা ঝড় আসুক , আসুক না নিজের উদাস চুলে আনমনে আঙুলে জড়িয়ে রচনা করবো কাব্য নয়ত গদ্য, উড়ে আসো
ভোরের হাওয়া পুলক জাগায়
ভোরের হাওয়া পুলক জাগায় লক্ষ্মণ ভাণ্ডারী (নবাগত কবি) ভোরের হাওয়ায় পুলক জাগায় মোর চিত্ত ওঠে ভরে, গাছের ডালে পাখিরা
No comments
Write a comment
No Comments Yet!
You can be first to comment this post!