অপেক্ষা

অপেক্ষা

সে কি বোঝে,বোঝে তার ব্যথা
না বলা তার যত কথা
কি যাতনা সয় সে একা একা
নিপুন হাতে কে গড়ে; গড়ে ভাঙে
তার প্রথম প্রেম আর প্রেমহীন
স্বপ্ন ডিঙ্গা
সে কি বোঝে,বোঝে সে কি তা
এক জীবনের সব চাওয়া জলে ফেলে
কে আছে চেয়ে, আছে কান পেতে
অপেক্ষাতে; কখন সে আসে
এসে ভাসে, ডুবে ,সাঁতার কাটে
তার বেদনাতে,
যে যমুনা আঁকা!


Place your ads here!

Related Articles

গাহি মানুষের জয়গান

­­­­­গাহি মানুষের জয়গান লক্ষ্মণ ভাণ্ডারী   গাহি মানুষের জয়গান, মানুষই সুর মানুষই অসুর, মানুষই ভগবান।   মানুষের সেবা করলে পরে

Translation: Brief Pause in the Organ Recital

বাজনায় খানিকটা বিরতি টমাস টারনসমারের কবিতা ‘Brief Pause in the Organ Recital‘ অনুবাদঃ ডঃ খায়রুল হক চৌধূরী অর্গেনের মূর্চ্চনায় খানিকটা

খোকা আসবে

খোকা আসবে আমার খোকা আসবে বাড়ীতে শূন্য উঠান ভরে উঠবে কোলাহলে রাত জেগে গল্প বলবে মাগো ! কত দিন পর

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment