Poems by Harun Azad

Print this article
Font size -16+
ঘরের মানুষ ঘর খোঁজে
ঘরের মানুষ ঘর খুঁজে আমি খুঁজি তারে ,
তারেই আমি ভালবাসি ,একবার দেখেছি যারে !
আমার মত সাজিয়ে তাকে ,আমি ভালবাসি ,
সাজ সকালে জড়িয়ে বুঁকে ,একা নিজেই হাসি ।
আলত করে বাদামি ঠুটে,নাকটি ঘষে বলি ,
ঘুমাও তুমি সাজ-সকাল আমি কাজে চলি !
প্রতিদিন দেখি তাকে বাড়ীর কাছে এসে ,
বারান্দায় দাড়িয়ে আছে,মিষ্টিমুখে হেসে ।
গল্প কথার কল্পলোকে ,সুখের জীরন গড়ি !
সপেè দেখি মিছে মিছি,সকালে হেসে মরি !
ঘরের মানুষ হয়েও সে ,আবার খুঁজে ঘর ,
পারবে কি সে করতে আপন ,আজও যে তার পর ।
হারুন রশীদ আজাদ
No comments
Write a comment
No Comments Yet!
You can be first to comment this post!