তবুও তুমি

তবুও তুমি

লিখেছেন: জাহিদ আরেফিন

বিদীর্ণ তুমি, ক্ষণকালের মায়া মেখে সূর্যবেষ্টনীতে বন্ধি,
কত অনাদরে, -তবু প্রতিদানে আমার ভাঙা গৃহে জ্বালো
-সন্ধ্যা প্রদীপ,
আমি এমনি, শীতল মৃত্তিকায় হই আগ্নেয়গিরি।
তোমার আঁচল ভরে জ্বলন্ত লাভা আর আগুনের ফুলকিতে,
তাই আঁকড়ে স্বপ্ন দেখো,-জোনাক জ্বালো ফুলকিতে ।
আমি কেন …

প্রথম প্রকাশ: http://www.kobiokobita.com/2016/04/23/4375


Place your ads here!

Related Articles

মায়ের আগমনী

মায়ের আগমনী লক্ষ্মণ ভাণ্ডারী   এ শারদ প্রাতে আজি প্রভাতে মায়ের বন্দনা গান গাই,   মায়ের আশীষে আজি প্রত্যুষে কবিতা

মনে মনেই থেকো

মনের বাইরে পা দিও না মনে মনেই থেকো, মনের মাঝেই মনটা আমার মনটা ঘরে রেখো। জান মনটা ঘরেই রেখো।। মনে

ক্ষুধিত মানব

ক্ষুধিত মানব কালের শেষ বুঝি অনাগত; তারি প্রতিধ্বনি চারিদিক মৃত্যু আজ তাড়া করে প্রত্যহ;বাস্তুহারা সর্বদিক কোথাও একটু প্রশান্তি পাই না;নিরন্ন

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment