শ্রাবণে বাদল ঝরে

Print this article
Font size -16+
শ্রাবণে বাদল ঝরে লক্ষ্মণ ভাণ্ডারী (নবাগত কবি) শ্রাবণে বাদল ঝরে প্রিয়া নাই কাছে, ময়ূর ময়ূরী সনে আনন্দেতে নাচে। বাহিরে বহিছে ঝড় চমকে বিজুলি, নীড় হারা পাখি করে আকুলি-বিকুলি। শ্রাবণে বাদল ঝরে নদী ফুলে উঠে, তটিনী আপন বেগে মত্ত হয়ে ছুটে। খেয়াঘাটে পারাপার বন্ধ আছে আজি, নৌকা বাঁধা নদীতটে ঘাটে নাই মাঝি। শ্রাবণে বাদল ঝরে মাঠ […]
Continue reading…
No comments
Write a comment
No Comments Yet!
You can be first to comment this post!