ছিন্নভিন্ন ছড়া

Print this article
Font size -16+
১
কালো টাকা নাই যদি হয় সাদা,
তাতে যায় আসে না কিছু,
নেই তো কোন বাঁধা ।
টাকার কোন রঙ থাকে না,
যার কাছে সে থাকে,
সবাই তাকে ‘হুজুর’ ‘হুজুর’ ডাকে ।
যাই বলো না মামু,
আমি কিন্তু গরম গরম
কালো টাকাই খামু ।
২
এলিট ফোর্সের পোশাক পড়ে
নেতার মেয়ের জামাই,
ঠান্ডা মাথায় গুম করে,
দক্ষ হাতে খুন করে,
সহজ পথ ছেড়ে তার
কালো পথে কামাই ।
কর্তৃপক্ষের টাল-বাহানা, শুধু
আমরা মাথা ঘামাই ।
৩
সাতজন গুম হলো,
খুন হলো শেষে,
শীতলক্ষ্যা নদীতে
লাশ উঠে ভেসে ।
কে করেছে, কে মেরেছে,
সবার জানা আছে,
শুধু গডফাদারের হদিশ নেই
কর্তৃপক্ষের কাছে ।
৪
সাগর, রুনি, নজু, ত্বকী
খুন হয়েছে সবাই,
কেউ মরেছে শ্বাসরোধে, আর
কেউ হয়েছে জবাই ।
Courtesy: www.jolbhumi.blogspot.com
No comments
Write a comment
No Comments Yet!
You can be first to comment this post!