রায় ষ্টুডিও

রায় ষ্টুডিও

যেদিন তুমি বললে,”চলে যাচ্ছি”
বুকের ভেতর হুড়মুড় করে ভেঙে পড়লো কিছু একটা ।
নদীর পাড় কি এমনি ভেঙে পরে তারপর সব শুনশান শুধু ছলাৎ ছলাৎ জলের বয়ে চলা।
তেমনি চোখের কোলে জলের ধারা।

বললে ,”একবার শেষবার দেখা করতে চাই”!
খুব জোড়ে যেমন হাওয়া ঘুরে ওঠে,ব্যাকুল বাতাসে বৃক্ষরা দোলে,ছিন্ন পাতার ছোটাছুটি চলে-
বিক্ষিপ্ত মন ছুটছে তোমার কাছে,আঁকড়ে ধরতে চাই
কোনো ঠাঁই নাই-
আমার দীর্ঘশ্বাস ঠিকানাবিহীন আমাকেই খুঁজে ফেরে।

একবার মুখ তুলে চেয়ে বললে,”এবার তবে যাই “
মুহূর্তেই শরতের সব শিউলিরা ব্যাথাতুর ঝড়ে পরলো একসাথে-
সারা গাছ জুড়ে যে শূন্যতা তা চেপে বসলো আমার বুকে।নি:শ্বাস বন্ধ ,তোমার ছায়াও অদৃশ্য ।
তুমি চোখের আড়াল হলে।

সেই শেষবার আশ্বিনের সকালে তোমার সাথে আমার রায় স্টুডিওতে দেখা হয়েছিল-
আর তারপর থেকে আমার জীবনে তুমি নেই নদী নেই বৃক্ষ নেই শিউলি নেই – শুধু নেই আর নেই
তুমি না থাকাতে আসলে শূন্যতা ছাড়া আমার আর কিছুই অবশিষ্ট নেই।

রায় ষ্টুডিওতে তোলা লেখিকার পুরোনো দিনের ছবি
পূরবী পারমিতা বোস

পূরবী পারমিতা বোস


Place your ads here!

Related Articles

স্বপ্ন-বিধায়ক (গৌরচন্দ্রিকা)

কোথায় যেন একটা গান বাঁজছে, সুরটা এত চেনা চেনা কিন্তু কোনো ভাবেই মনে করতে পারছেনা এটা কোন গান। মাথার ভেতরটা কেমন

খুঁজে নিয়েছি আমায়

এই করোনায়নীল আকাশ ভালোবাসেপাঠায় মেঘ আমি হাঁটি ছায়ায় ছায়ায় এই করোনায়চলতি পথের পাখিকাছে এসে মিষ্টি করে পা ঠোকরায় এই করোনায়পিচঢালা

কবিতার ছেঁড়া পাতা

কবিতার ছেঁড়া পাতা স্মৃতির ডায়েরী থেকে, কবিতার পাতা ছিঁড়ে যায়, স্মৃতি যায় রেখে। কবিতার পাতা হারিয়ে যায়, নিভৃত কাননে, কবিতার

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment