শূন্যতায় যাব আমি

আমি বহুদূর যাব
বাতাসের বেগে ঝড়ের গতিতে
মেঘের ডানায় নিঃসীমে যাব
সকলের থেকে দূরে যাব আমি
যেখানে শুধু শূন্যতার বাস!
আমি সেখানেই যাব।
সমুদ্রে যাব গাঙচিল হবো
নদী নালা খাল বিল পেরোব
পাখির সুর গান হব আমি
একেবারে মুক গাছ হব আমি
সুগন্ধি এক গোলাপ হবো
গন্ধ বিলিয়ে ঝরে যাব আমি!
নাহয় ধূলো পথ হবো আমি
উড়ি উড়ি করে কারো চোখের
লেপটে যাওয়া কাজল হব !
মেঠো পথে স্যাঁতস্যাঁতে কাঁদা
নদীর জলে উত্তাল ঢেউ হব আমি
কিশোরীর বুকে নব্য প্রেম হব আমি!
তবু আমি পড়ে থাকি হেথা তোরই মায়ায়
যাওয়া আর হয়না আমার সেই শূন্যতায়!


Shahnaz Perveen
আমি ফ্যামিলী মেডিক্যাল প্র্যাকটিশনার, কাজ করছি ফুলটাইম নারেলেন টাউন মেডিক্যাল সেন্টারে। ঢাকা মেডিক্যাল কলেজ থেকে ১৯৯৩ এ গ্রাজুয়েশন করে নিউজিল্যান্ড প্রবাসি হই ১৯৯৬ সনে। প্রথমে নিউজিল্যান্ড, তারপর অস্ট্রেলিয়ায় ফেলোশীপ অর্জন করি আর দুই দেশের রোগীদের সেবা করছি গত আঠারো বৎসর যাবৎ। আমি সিডনিতে স্বামী ডাক্তার রশীদ আহমেদ আর দুই কন্যা প্রমা আর নাহিয়ানকে নিয়ে বাস করি। অবসর সময়ে আমার গান করা, শোনা, কবিতা লিখা আর সমুদ্র তীরে বেড়ানো পছন্দ। জি সিরিজ এই বৎসর আমার রবীন্দ্র সংগীতের একক এলবাম "আমার সকল ভালবাসা" বের করেছে । আমি নিজেকে কবি বা শিল্পী বলতে চাইনা, তবে শিল্পকে আমি ভালবাসি।
Related Articles
।।দুঃখবৃষ্টি।।
মনের ভিতর দুঃখ উড়ে দুঃখ উড়ে দুঃখ উড়ে টাপুর টুপুর কষ্ট ঝড়ে বৃষ্টি পড়ে হৃদয় জুড়ে ।। মনের চালে বৃষ্টি
কবিতাঃ ভালবাসে কয়জন?
কঠোর রৌদ্র পোড়া কোন এক দপুরে আমি ক্লান্ত, ক্লান্ত হয়ে হাটছি এক আফুরন্ত মাঠের শুকিয়ে যাওয়া ঘাসের ওপর দিয়ে গন্তব্য
Ami Palye Berai
আমি পালিয়ে বেড়াই ড: খায়রুল হক চৌধুরী দয়া করে চুপ কর! আমি আর বুঝতে পারিনা,পারিনা আমি আধাঁরের মাঝে আমার পথ