শূন্যতায় যাব আমি

by Shahnaz Perveen | August 12, 2019 9:08 am

আমি বহুদূর যাব
বাতাসের বেগে ঝড়ের গতিতে 
মেঘের ডানায় নিঃসীমে যাব
সকলের থেকে দূরে যাব আমি 
যেখানে শুধু শূন্যতার বাস!
আমি সেখানেই যাব।

সমুদ্রে যাব গাঙচিল হবো 
নদী নালা খাল বিল পেরোব 
পাখির সুর গান হব আমি 
একেবারে মুক গাছ হব আমি 
সুগন্ধি এক গোলাপ হবো
গন্ধ বিলিয়ে ঝরে যাব আমি!

নাহয় ধূলো পথ হবো আমি 
উড়ি উড়ি করে কারো চোখের 
লেপটে যাওয়া কাজল হব !
মেঠো পথে স্যাঁতস্যাঁতে কাঁদা 
নদীর জলে উত্তাল ঢেউ হব আমি
কিশোরীর বুকে নব্য প্রেম হব আমি!

তবু আমি পড়ে থাকি হেথা তোরই মায়ায়
যাওয়া আর হয়না আমার সেই শূন্যতায়!

প্রতীকী ছবি

Source URL: https://priyoaustralia.com.au/literature/2019/%e0%a6%b6%e0%a7%82%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%a4%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%af%e0%a6%be%e0%a6%ac-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf/