বসন্ত আগমনী
যখন থামবে সব
আনন্দ কলরব
প্রাণের যত সাধ , মনের অনুপম সাজ!
নিজকে গুটিয়ে নিব
নাহয় শামুক হবো !
খুঁজবো না আর সাড়া তোমার দোসর।
এখন বাড়াও হাত
বাঁকা সে মেঠোপথ
জমেছে ধূলো পায়ে,চোখের কার্নিশে।
বেহিসেবে বেলা চলে
শূন্যতার ফাঁক গলে
অপূর্নতার ঝাঁপি তাই উঠিছে ফুলি ফাঁপি!
সুখের অন্বেষণে
জীবনের সন্ধিক্ষণে
অবশেষ দিনশেষে কিছুই কি আর মেলে !
অকস্মাৎ দেখা হলে
হিসেব মিলিয়ে ফেলে
ময়ূর পেখম মেলে ,বসন্ত এসে যাবে এপারে এবার !!
Shahnaz Perveen
আমি ফ্যামিলী মেডিক্যাল প্র্যাকটিশনার, কাজ করছি ফুলটাইম নারেলেন টাউন মেডিক্যাল সেন্টারে। ঢাকা মেডিক্যাল কলেজ থেকে ১৯৯৩ এ গ্রাজুয়েশন করে নিউজিল্যান্ড প্রবাসি হই ১৯৯৬ সনে। প্রথমে নিউজিল্যান্ড, তারপর অস্ট্রেলিয়ায় ফেলোশীপ অর্জন করি আর দুই দেশের রোগীদের সেবা করছি গত আঠারো বৎসর যাবৎ। আমি সিডনিতে স্বামী ডাক্তার রশীদ আহমেদ আর দুই কন্যা প্রমা আর নাহিয়ানকে নিয়ে বাস করি। অবসর সময়ে আমার গান করা, শোনা, কবিতা লিখা আর সমুদ্র তীরে বেড়ানো পছন্দ। জি সিরিজ এই বৎসর আমার রবীন্দ্র সংগীতের একক এলবাম "আমার সকল ভালবাসা" বের করেছে । আমি নিজেকে কবি বা শিল্পী বলতে চাইনা, তবে শিল্পকে আমি ভালবাসি।
Related Articles
খোঁজ
পদচিহ্ন খুঁজে খুঁজে ফিরছো কি তুমি ? একটা তেপান্তরের মাঠ , বয়ে যাওয়া ছোট্ট নদী সাদা কাশবন ধার ধুলো জমা
In The Pitch of Darkness
In the pitch darkness all you can do is sit stilltill you get used to the dark. Sit their till
নরেন্দ্রের প্রতি
লক্ষ্য যদি হয় কারো স্থির নিখাদ কর্মে না থাকে যদি ক্লান্তি অবসাদ পূর্ণ তবে হয় তার সেই আহ্লাদ যত না