সিডনিতে রংধনু অজ-বাংলা কালচারাল সোসাইটি আয়োজিত এওয়ার্ড নাইট

সিডনিতে রংধনু অজ-বাংলা কালচারাল সোসাইটি আয়োজিত এওয়ার্ড নাইট

রংধনু অজ-বাংলা কালচারাল সোসাইটি ইনক ডেস্ক, সিডনি, অস্ট্রেলিয়া ।

আগামী ৩ নভেম্বর ২০১৮ শনিবার রংধনু অজ-বাংলা কালচারাল সোসাইটি ইনক প্রতি বছরের ধারাবাহিকতা বজায় রেখে এবারও আয়োজন করতে যাচ্ছে একটি সাংস্কৃতিক সন্ধ্যা ও কৃতি ছাত্র-ছাত্রীদেরকে এওয়ার্ড প্রদান। অনুষ্ঠানটিকে সার্বিকভাবে সফল করে তুলতে সকলকে এগিয়ে আসার আহবান জানান সংগঠনটির সভাপতি ওয়াহাব মিয়া ও সাধারন সম্পাদক লিংকন শফিকউল্লাহ। তাঁরা জানান—সিডনির নিউ সাউথ ওয়েলস রাজ্যে বসবাসকারী বাংলাদেশী যে কেউ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে। শুধুমাত্র কৃতি ছাত্র-ছাত্রীদের এওয়ার্ড গ্রহণে ইচ্ছুকদের মধ্যে চলতি বছরের HSC, NAPLAN, SELECTIVE SCHOOL & OC অথবা সমমানের পরীক্ষার ফলাফল এবং ক্রীড়া বা সাংস্কৃতিক ক্ষেত্রে স্বীকৃত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সার্টিফিকেট বিবেচনা করা হবে।

এখনও যেসব অভিভাবক ছাত্র-ছাত্রীদের নাম ও মার্কশীট জমা দেননি তাদেরকে আগামী ১৫ অক্টোবর সোমবারের মধ্যে আগ্রহীদের নাম তালিকাভুক্ত করার জন্য অনুরোধ জানানো হয়। আয়োজকগণ আরও জানান, মুলত বাংলাদেশী বংশোদ্ভুত অস্ট্রেলিয়ান শিক্ষার্থীদের পড়াশুনায় উৎসাহ প্রদানের লক্ষ্যে এ আয়োজন। প্রতি বছরই কৃতি শিক্ষার্থী এবং তাদের অভিভাবকগণের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠে রংধনু আয়োজিত বার্ষিক এই অনুষ্ঠানটি। উল্লেখ্য, সকলের স্বত:স্ফূর্ত অংশগ্রহণের সুবিধার্থে ফরম পূরনের সময় আগামী ১৮ অক্টোবর বৃহঃস্পতিবার পর্যন্ত বর্ধিত করা হয়েছে। অংশগ্রহনে ইচ্ছুকগণ যোগাযোগ করতে পারেন নিম্নোল্লেখিত ঠিকানায়
email: rongdhanu.au@gmail.com


Place your ads here!

Related Articles

News from Sydney on Singer Konok Chapa

কনক চাঁপার সৈজন্যে বাংলাদেশ এসোসিয়েশন অব নিউ সাইথ ওয়েলস সভাপতি এড. মোবারক হোসেনের নৈশ্য ভোজ।গত১৬ ই জুলাই ২০১২কালজয়ী কন্ঠশিল্পি কনক

বঙ্গবন্ধু পরিষদ পশ্চিম অষ্ট্রেলিয়া গঠিত

Bangabondhu Porishad WA গত ১০ ই আগস্ট পার্থ পশ্চিম অষ্ট্রেলিয়ার অষ্ট্রেলিয়া এশিয়া হাউজ মিলনায়তনে এক অনাড়ম্বর জমায়েতের মাধ্যমে গঠিত হয়

অস্ট্রেলিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

এম,মোরশেদ অস্ট্রেলিয়া থেকে : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অস্ট্রেলিয়া শাখার উদ্দ্যোগে ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল ৩রা জানুয়ারী ২০১০ শনিবার বেলা ৩টায়

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment