সিডনিতে রংধনু অজ-বাংলা কালচারাল সোসাইটি আয়োজিত এওয়ার্ড নাইট

সিডনিতে রংধনু অজ-বাংলা কালচারাল সোসাইটি আয়োজিত এওয়ার্ড নাইট

রংধনু অজ-বাংলা কালচারাল সোসাইটি ইনক ডেস্ক, সিডনি, অস্ট্রেলিয়া ।

আগামী ৩ নভেম্বর ২০১৮ শনিবার রংধনু অজ-বাংলা কালচারাল সোসাইটি ইনক প্রতি বছরের ধারাবাহিকতা বজায় রেখে এবারও আয়োজন করতে যাচ্ছে একটি সাংস্কৃতিক সন্ধ্যা ও কৃতি ছাত্র-ছাত্রীদেরকে এওয়ার্ড প্রদান। অনুষ্ঠানটিকে সার্বিকভাবে সফল করে তুলতে সকলকে এগিয়ে আসার আহবান জানান সংগঠনটির সভাপতি ওয়াহাব মিয়া ও সাধারন সম্পাদক লিংকন শফিকউল্লাহ। তাঁরা জানান—সিডনির নিউ সাউথ ওয়েলস রাজ্যে বসবাসকারী বাংলাদেশী যে কেউ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে। শুধুমাত্র কৃতি ছাত্র-ছাত্রীদের এওয়ার্ড গ্রহণে ইচ্ছুকদের মধ্যে চলতি বছরের HSC, NAPLAN, SELECTIVE SCHOOL & OC অথবা সমমানের পরীক্ষার ফলাফল এবং ক্রীড়া বা সাংস্কৃতিক ক্ষেত্রে স্বীকৃত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সার্টিফিকেট বিবেচনা করা হবে।

এখনও যেসব অভিভাবক ছাত্র-ছাত্রীদের নাম ও মার্কশীট জমা দেননি তাদেরকে আগামী ১৫ অক্টোবর সোমবারের মধ্যে আগ্রহীদের নাম তালিকাভুক্ত করার জন্য অনুরোধ জানানো হয়। আয়োজকগণ আরও জানান, মুলত বাংলাদেশী বংশোদ্ভুত অস্ট্রেলিয়ান শিক্ষার্থীদের পড়াশুনায় উৎসাহ প্রদানের লক্ষ্যে এ আয়োজন। প্রতি বছরই কৃতি শিক্ষার্থী এবং তাদের অভিভাবকগণের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠে রংধনু আয়োজিত বার্ষিক এই অনুষ্ঠানটি। উল্লেখ্য, সকলের স্বত:স্ফূর্ত অংশগ্রহণের সুবিধার্থে ফরম পূরনের সময় আগামী ১৮ অক্টোবর বৃহঃস্পতিবার পর্যন্ত বর্ধিত করা হয়েছে। অংশগ্রহনে ইচ্ছুকগণ যোগাযোগ করতে পারেন নিম্নোল্লেখিত ঠিকানায়
email: rongdhanu.au@gmail.com


Place your ads here!

Related Articles

RUAAA’র নৈশভোজ

গতকাল ১৬/৫/২০১৮ সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয় আলুমনাই এসোসিয়েশন অস্ট্রেলিয়া (RUAAA) চ্যাপ্টারের কার্যনির্বাহী কমিটির সদস্য গন বাংলাদেশ থেকে আগত রাজশাহী বিশ্ববিদ্যালয় আলুমনাই

BWSC Newly Elected Executive Council Member for 2010 -2012

Newly Elected Executive Council Member for 2010 -2012Nazrul Islam Syed, President; Mainul Islam, Vice President; H M Habibur Rahman, Vice

Bangladesh Society of Sydny's Iftar Party

বাংলাদেশ সোসাইটি অব সিডনী ইনক এর ইফতার মাহফিল’২০১২ অনুষ্ঠিত রকডেল পাবলিক স্কুেলর হল রুমে গত ২৯ শে জুলাই রবিবার বিকেল

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment