ক্যানবেরাতে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

ক্যানবেরাতে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

সম্মানিত ভাই ও বোনেরা,

সর্বপ্রথমে আমাদের শুভেচ্ছা নিবেন। আপনারা ইতোমধ্যে অবগত আছেন যে, আজ সমগ্র বাংলাদেশ একাত্মতা ঘোষণা করেছে শাহবাগের প্রজন্ম চত্ত্বরে আন্দোলনরত তরুণ প্রজন্মের সাথে। আজ জাতি জেগে উঠেছে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে। আমরাও সবাই দলমত নির্বিশেষে শাহবাগের প্রজন্ম চত্ত্বরের সাথে একাত্মতা ঘোষণা করতে চাই। এই নিমিত্তে, আগামী ১৩-ই ফেব্রুয়ারী বিকাল ৩.৩০ ঘটিকায় বাংলাদেশ হাই কমিশন, ক্যানবেরা-এর সামনে একটি মানববন্ধনের আয়োজন করা হয়েছে। মানববন্ধন শেষে বাংলাদেশ হাই কমিশনারের নিকট একটি স্মারক লিপি প্রদান করা হবে। তাই আসুন, আমরা সকলে উক্ত মানববন্ধনে অংশ নিয়ে প্রজন্ম চত্ত্বরের সাথে সংহতি প্রকাশ করি।

মানববন্ধনে অংশগ্রহনকারীরা জাতীয় পতাকা, নিজস্ব নকশা করা প্ল্যাকার্ড, ফেস্টুন, পোষ্টার ইত্যাদি আনতে পারবেন, তবে কোন রাজনৈতিক দল বা ব্যক্তি বিশেষের নাম উল্লেখ না করার জন্য বলা যাচ্ছে।

সময়ের স্বল্পতার কারনে সবাইকে মৌখিকভাবে জানানো সম্ভব হয়নি বলে আমরা আন্তরিকভাবে দুঃখিত। এই ই-মেইলটি আপনার পরিচিত বাংলাদেশীদের মধ্যে প্রচার করার জন্য অনুরোধ করা হচ্ছে।

প্রচারেঃ বাংলাদেশী শিক্ষার্থীবৃন্দ, ক্যানবেরা, অস্ট্রেলিয়া।

বাংলাদেশ হাই কমিশনের ঠিকানাঃ
57 Culgoa Circuit O’Malley, ACT 2606


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment