আসুন, শাহবাগের তারুণ্যের গণ বিপ্লবকে সমর্থন জানাই

আসুন, শাহবাগের তারুণ্যের গণ বিপ্লবকে সমর্থন জানাই

প্রিয় বন্ধু,

দূর প্রবাসে থেকেও আমাদের যাদের মন পরে থাকে দেশে তারা নিশ্চয়ই জানি শাহবাগ আন্দোলনে উত্তাল লাখো বাঙালি কোনো রাজনৈতিক দলের ছায়ায় না থেকে রাস্তায় বেড়িয়ে এসেছে যুদ্ধপোরাধীদের বিচারের দাবিতে। সারা দেশে এখন এক দাবী ” যুদ্ধপোরাধীদের বিচার চাই, যুদ্ধপোরাধীদের ফাঁসি চাই”।

ক্যানবেরায় আমরা কিছু সাধারন মানুষ তাঁদের সাথে একাত্ন হতে আগামি ১৬ ফেব্রুয়ারী শণিবার বিকেল ৬টা থেকে ৮ টা পর্যন্ত একসাথে মিলিত হয়ে সেই সাহসী মানুষ গুলোর সাথে গলা মিলিয়ে বলতে চাই ” রাজাকারের উপযুক্ত বিচার চাই”।

স্হান: High Commission of Bangladesh, 57 Culgoa Circuit O’Malley ACT 2606

সম্পুর্ন অরাজনৈতিক এই উদ্যোগে আপনার উপস্থিতি কামনা করছি। আর হাঁ, আপনার সন্তানকে আনতে ভুলবেন না যেনো। আপনার এই সন্তানই কিন্তু একদিন গর্ব করে বলবে আমার বাবাও এই সংগ্রামে একজন সাহসী যোদ্ধা ছিলেন।

সব শেষে লোপামুদ্রার গানের শেষ চারটি ছত্র দিয়ে শেষ করছি

এ মানচিত্র জ্বলছে জ্বলুক, এই দাবানল পোড়াক চোখ,
আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক।
সব মানুষের স্বপ্ন তোমার চোখের তারায় সত্যি হোক,
আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক।

শুভকামনায় ও আয়োজনে প্রিয়অষ্ট্রেলিয়া।

Please confirm your attendance at https://www.facebook.com/groups/309518249150920/


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment