Bangla New Year Celebration in Adelaide

Bangla New Year Celebration in Adelaide

এডেলেইডে বাংলা- ১৪১৮ বর্ষবরণ অনুষ্ঠান

এডেলেইড তথা সাউথ অস্ট্রেলিয়ায় বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশী ভাইবোনদের বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন । অত্যন্ত আনন্দের সাথে সকলের অবগতির জন্যে জানানো যাচ্ছে যে , বাংলাদেশ – অস্ট্রেলিয়া সোসাইটি অফ সাউথ অস্ট্রেলিয়া (বাছা ) প্রতি বৎসরের মত এবার ও বাংলা নববর্ষের অনুষ্ঠান উদযাপন করতে যাচ্ছে । আগামী ৩০শে এপ্রিল ২০১১ রোজ শনিবার বার্ণসাইড কমিউনিটি সেন্টার, এডেলেইডে আয়োজিত অনুষ্ঠানে এডেলেইডে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশী ভাইবোনদের আমন্ত্রণ রইল । অনুষ্ঠানের বিস্তারিত জানার জন্যে বাছার ওয়েবসাইট ভ্রমণের অনুরোধ করা যাচ্ছে । সে সাথে সাথে নিম্নের পোষ্টারটির প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ করছি ।

বৎসরের শুরুতে সকলের সুস্থ ও সুন্দর আগামীর প্রত্যাশায় , অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মত বিদায় নিচ্ছি ।

বিনীত –

আইরীন চৌধূরী ।

কালচারাল সেক্রেটারি বাছা ।

১৮ই এপ্রিল ২০১১ ।

এডেলেইড , অস্ট্রেলিয়া ।

2011/pdf/Bassa_1418_Poster_373772116.pdf ( B) 


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment