আতিক হেলাল ও মিতা আতিকের একক সংগীত অনুষ্ঠান
আগামী ১২ ই জানুয়ারী ২০১৯ সন্ধ্যা ৬:৩০মি: ব্যাংকসটাউন ব্র্যান ব্রাউন থিয়েটার এ অনুষ্ঠিত হতে যাচ্ছে আতিক হেলাল ও মিতা আতিকের একক সংগীত অনুষ্ঠান l নতুন বছরের এই সংগীত সন্ধ্যার নামকরণ হলো – “গানে গানে জোছনা” l এই সংগীত অনুষ্ঠানে শিল্পী জুটি পরিবেশন করবেন দেশের গান , নজরুল গীতি , রবীন্দ্র সংগীত , তাদের মৌলিক গান , হারানো দিনের বাংলা গান , গজল , হিন্দি গান l
অনুষ্ঠানের আয়োজকরা জানিয়েছেন যে, এই শিল্পী জুটির সাথে Musician হিসাবে থাকবেন বাংলাদেশ থেকে আগত নামকরা সব musicians যা অস্ট্রেলিয়া তে এই প্রথম l
অনুষ্ঠানের প্রবেশ পত্রের মূল্য মাত্র $১৫ (সাধারণ) এবং $৫০ (ভিআইপি) l
আসন সংখ্যা খুব সীমিত l
যোগাযোগ – ০৪৩৫৪৮৬১৯০ অথবা ০৪২৩৯৬৫৪৯৫
Related Articles
সিডনিতে ৪৬ তম স্বাধীনতা দিবস মেলা’র তারিখ পরিবর্তন
সিডনিতে প্রতিকূল আবহাওয়ার কারণে ৪৬ তম স্বাধীনতা দিবস মেলা’র তারিখ পরিবর্তন করা হয়েছে। আয়োজক কমিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য
১০ই জানুয়ারি আওয়ামি লীগ অষ্ট্রেলিয়া শাখার *উদ্দ্যেগে বঙ্গবনধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন
আওয়ামি লীগ অষ্ট্রেলিয়া শাখা Awami League Australia ১০ই জানুয়ারি আওয়ামি লীগ অষ্ট্রেলিয়া শাখার *উদ্দ্যেগে বঙ্গবনধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন ।