by Priyo Australia | December 8, 2018 11:14 pm
আগামী ১২ ই জানুয়ারী ২০১৯ সন্ধ্যা ৬:৩০মি: ব্যাংকসটাউন ব্র্যান ব্রাউন থিয়েটার এ অনুষ্ঠিত হতে যাচ্ছে আতিক হেলাল ও মিতা আতিকের একক সংগীত অনুষ্ঠান l নতুন বছরের এই সংগীত সন্ধ্যার নামকরণ হলো – “গানে গানে জোছনা” l এই সংগীত অনুষ্ঠানে শিল্পী জুটি পরিবেশন করবেন দেশের গান , নজরুল গীতি , রবীন্দ্র সংগীত , তাদের মৌলিক গান , হারানো দিনের বাংলা গান , গজল , হিন্দি গান l
অনুষ্ঠানের আয়োজকরা জানিয়েছেন যে, এই শিল্পী জুটির সাথে Musician হিসাবে থাকবেন বাংলাদেশ থেকে আগত নামকরা সব musicians যা অস্ট্রেলিয়া তে এই প্রথম l
অনুষ্ঠানের প্রবেশ পত্রের মূল্য মাত্র $১৫ (সাধারণ) এবং $৫০ (ভিআইপি) l
আসন সংখ্যা খুব সীমিত l
যোগাযোগ – ০৪৩৫৪৮৬১৯০ অথবা ০৪২৩৯৬৫৪৯৫
Source URL: https://priyoaustralia.com.au/community-news/sydney-news/2018/atiq-mita-2019/
Copyright ©2025 PriyoAustralia.com.au unless otherwise noted.