সিডনী আসছেন ফেরদৌস, কণা ও শামিম আরা নিপা

সিডনী আসছেন ফেরদৌস, কণা ও শামিম আরা নিপা

বিচারক ও ভিন্নধর্মী পরিবেশনা উপস্থাপন করতে সিডনি আসছেন চিত্রনায়ক ফেরদৌস, সঙ্গীতশিল্পী কনা ও নৃত্যশিল্পী শামিম আরা নীপা। এই গুণী শিল্পীগণ প্রথম পর্বে শিশুকিশোরদের পরিবেশনা মূল্যায়ন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পরিচালনা করবেন। শেষপর্বে থাকবে ফেরদৌস, কনা এবং নীপার মনমুগ্ধকর পরিবেশনা।

প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্ম বাংলা সংস্কৃতি ও কৃষ্টিকে কিভাবে ধারণ ও লালন করছে তার একটি অন্বেষা-মূলক অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে অস্ট্রেলিয়া ভিত্তিক সাংস্কৃতিক সংগঠন দিগন্ত। আগামী ৭ অক্টোবর শনিবার সিডনির ওরিয়ন ফাংশন সেন্টারে প্রবাসে বেড়ে উঠা বাংলাদেশী নতুন প্রজন্মের শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও প্রতিভার স্ফুরণ ঘটাতে মুলত এই অনুষ্ঠানের পরিকল্পনা।

আয়োজকদের পক্ষ থেকে ফারজানা ইউসুফ জানান, এই প্রবাসে বেশীর ভাগ সংগঠন-এর আয়োজনে দেখা যায় শুধু বড়দের জন্য বিনোদনের পরিকল্পনা থাকে। এদিক থেকে দিগন্ত একটি ভিন্নধর্মী অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে যেখানে শিশুকিশোরদের পরিবেশনা প্রাধান্য পাবে যাতে করে তারা পরবর্তীতে দেশীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আগ্রহ প্রকাশ করে।আয়োজকরা আগ্রহী প্রতিযোগী এবং তাদের অভিভাবকদেরকে www.digonto.com.au এর মাধ্যমে ইতিমধ্যে রেজিস্ট্রেশনের করানোর কাজ সম্পন্ন করেছেন। এছাড়াও এই সংক্রান্ত যে কোন তথ্যের জন্য কাইজার– ০৪৩৭৩৬৪৬৩৪ সাথে যোগাযোগ করা যাবে।

Kazi Sultana Seeme

Kazi Sultana Seeme

কলামিস্ট, প্রাবন্ধিক ও সাংবাদিক। বর্তমানে বাংলাদেশের জাতীয় পত্রিকা দৈনিকে নিয়মিত লিখছেন। সাথে সাথে অস্ট্রেলিয়ার প্রতিনিধি হিসেবেও নিয়মিত লেখালেখি, নিউজ ও রিপোর্ট করছেন। নিয়মিত সিডনীর বাংলাদেশী কমিউনিটি’র রিপোর্ট, গল্প ও কবিতা সহ বিভিন্ন বিষয়ে লেখালেখি করছেন। তিনি বর্তমানে বেশ কয়েকটি স্থানীয় ও অন-লাইন পত্রিকা গুলোতে নিয়মিত কলাম, গল্প ও কবিতা লিখছেন। যেহেতু তার মূল একাডেমীক পড়াশোনা দর্শন ও নীতিবিদ্যা তাই তার লেখার মূল বিষয় বস্তু মানবতা ও নৈতিকতা। শুধুমাত্র রাজনীতি ছাড়া অন্যান্য সব সামাজিক বিষয় ও সমস্যা নিয়ে তার আগ্রহ এবং লেখালেখি।


Place your ads here!

Related Articles

ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের Art Festival এ Best Award লাভ করেছেন আইরিন রহমান

সম্প্রতি ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের উদ্যোগে অত্র এলাকার অত্যন্ত জনপ্রিয় Festival of Fisher’s Ghost শেষ হয়েছে। প্রতি নভেম্বর মাসে ১০ দিনব্যাপী

কবিতা পাঠ ও পুষ্পান্জলি প্রদান

২০ ফেব্রুয়ারী ২০১৬ শনিবার সন্ধা ৭টা। আন্তর্জাতিক মাতৃভাষা সৌধ প্রান্গন।

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment