Australia Jobodol celebrates Independence day

Australia Jobodol celebrates Independence day

অস্ট্রেলিয়া যুব দলের স্বাধীনতা দিবস উদযাপন ও আলোচনা সভায় : তারেক রহমানের নামে ২১ শে অগাস্ট মিথ্যা বানোয়াট মামলা সহ সকল মামলা প্রত্যাহারের দাবি ও প্রতিবাদ জানানো হয় ।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল অস্ট্রেলিয়া শাখা গত ২৫ শে র্মাচ ২০১২ রোজ রোববার লেকেম্বা র্স্পোটস সেন্টারে আয়োজন করে স্বাধীনতা ও গণতন্ত্রে বাংলাদেশ নিয়ে আলোচনা সভা ।অস্ট্রেলিয়ার বিভিন্ন স্টেট থেকে আগত নেতা কর্মী ,বিএনপি অস্ট্রেলিয়া, ছাত্রদল অস্ট্রেলিয়া ছাড়া ও উক্ত আলোচনা সভায় অংশ গ্রহণ করে বাংলাদেশ কমিউনিটির নেতৃবিন্দু। যুব দল অস্ট্রেলিয়ার ভার প্রাপ্ত সভাপতি আবুল হাছানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠাতা ও সাবেক যুব দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মনিরুল হক জজ। যুব দল অষ্ট্রলিয়ার সাধারণ সম্পাদক আবদুল মতিন উজ্জ্বল এর পরিচালনায় আর ও উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া বিএনপির সভাপতি ডা. ওহাব বকুল, বিএনপির সাধারণ সম্পাদক ফজলুল হক শফিক সহ সভাপতি আবদুস্ ছাত্তার, এড: মোবারক হোসেন সহ সভাপতি হাবিব মো: জকি সহ সাধারণ স¤পাদক শাহ আলম সাবেক সহ সভাপতি আবদুল হারুনী, সাবেক সাধারণ সম্পাদক ডা: জাহিদুল ইসলাম জাহিদ, অস্ট্রেলিয়া ইসলামিক সেন্টার সেক্রেটারি কবির আহমেদ রাজু , ঢাকার মিরপুরের পল্লবী থানার আহবায়ক হেমায়েত উদ্দিন যুব দল অস্ট্রেলিয়া সিঃ সহ সভাপতি সেলিম লকিয়াত, সাধারণ স¤পাদক মোহাম্মদ আব্দুল মতিন(উজ্জ্বল),নিউ সাউত ওয়েলস যুব দলের সভাপতি মিজানুর রহমান চৌধুরী যুব দল নিউ সাউত ওয়েলস সাধারণ সম্পাদক কবির হোসেন জাতীয়তাবাদী ছাত্রদল অস্ট্রেলিয়া শাখার সভাপতি জনাব মোঃ রাশেদুল ইসলাম (রাজ)ু, সিঃ সহ সভাপতি মোঃ শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইন সারোয়ার , সাংগঠনিক সম্পাদক মোঃ তানজিন হোসেন ছিদ্দীকি সহ -সভাপতি মোঃ ছাইদুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ হোছেন, নাদিম হোছেন আšর্তজাতিক বিষয়ক সম্পাদক মমিনুল ইসলাম, প্রমুখ।

প্রধান অথিতীর ভাষণে উঠে আসে দেশের সাময়িক পরিস্থিতি বিশেষ করে সাংবাদিক সাগর রুনী হত্যা, ১২ ই মার্চ দলীয় নেতাকর্মী গ্রেফতার ও তারেক রহমানকে ২১ শে অগাস্ট গ্রেনেড হামলা মাশলায় জড়ানো বিএনপি ভাইস প্রেসিডেন্ট কয়েকোবাদ সহ সকল নেতাকর্মীদের মামলা প্রত্যাহারের দাবঅ জানান।জনাব জজ আর ও বলেন সরকার তারেক রহমানকে ভয় পায় তাই একের পর এক মিথ্যা বানোয়াট মামলা দিয়ে দেশের ভিতরে শেখ মুজিবের বাকশাল তৈরী করতে চায় তিনি বলেন মইন ও ফখর উদ্দিন ২০০৭ সালে কোলে করে হ্মমতায় এনছে এখন আর সেই দিন নেই তাই যত দ্রত সম্ভব দেশের স্বার্থে তত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করতে হবে অন্যথায় দেশ ছেড় ভারতে যাবার সুযোগ থাকবেনা ।তিনি তীব্র ভাষায় শেখ হাছিনার আইএসআই কাছ থেকে বিএনপি টাকা নেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করে তিনি বলেন ৯৬ নির্বাচনে ভারত থেকে বস্তায় বস্তায় টাকা আনার হিসাব জনগণকে দিতে অন্যথায় জনগণেই প্যাক করে ভিারতে পাঠিয়ে দিবে ।

স্বাগতিক বক্তব্যে যুব দল অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক আবদুল মতিন উজ্জ্বল বলেন , জিয়া পরিবারকে ধ্বংসের জন্য তারেক রহমানের নামে মিথ্যা বানোয়াট মামলা দেয়। যেখানে সারা দেশ অপেহ্মায় আছে তারেক রহমানকে হাল ধরার জন্য সেখানে আওয়ামী দালালেরা পাগলের মত মাতলামি শুরু করেছে। যতদ্রুত সম্ভব তারেক রহমানকে দেশে এসে হাল ধরে জনগণকে মুক্তি দিতে হবে এই স্বৈর সরকার আর না । ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে রাতের খাবারের মাধ্যমে উক্ত আলোচনা সভা সমাপ্তি ঘোষণা করেন যুব দলের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হাছান

2012/pdf/joboal_independent_2012_761954189.pdf ( B) 


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment