সিডনী আসছেন ফেরদৌস, কণা ও শামিম আরা নিপা
বিচারক ও ভিন্নধর্মী পরিবেশনা উপস্থাপন করতে সিডনি আসছেন চিত্রনায়ক ফেরদৌস, সঙ্গীতশিল্পী কনা ও নৃত্যশিল্পী শামিম আরা নীপা। এই গুণী শিল্পীগণ প্রথম পর্বে শিশুকিশোরদের পরিবেশনা মূল্যায়ন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পরিচালনা করবেন। শেষপর্বে থাকবে ফেরদৌস, কনা এবং নীপার মনমুগ্ধকর পরিবেশনা।
প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্ম বাংলা সংস্কৃতি ও কৃষ্টিকে কিভাবে ধারণ ও লালন করছে তার একটি অন্বেষা-মূলক অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে অস্ট্রেলিয়া ভিত্তিক সাংস্কৃতিক সংগঠন দিগন্ত। আগামী ৭ অক্টোবর শনিবার সিডনির ওরিয়ন ফাংশন সেন্টারে প্রবাসে বেড়ে উঠা বাংলাদেশী নতুন প্রজন্মের শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও প্রতিভার স্ফুরণ ঘটাতে মুলত এই অনুষ্ঠানের পরিকল্পনা।
আয়োজকদের পক্ষ থেকে ফারজানা ইউসুফ জানান, এই প্রবাসে বেশীর ভাগ সংগঠন-এর আয়োজনে দেখা যায় শুধু বড়দের জন্য বিনোদনের পরিকল্পনা থাকে। এদিক থেকে দিগন্ত একটি ভিন্নধর্মী অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে যেখানে শিশুকিশোরদের পরিবেশনা প্রাধান্য পাবে যাতে করে তারা পরবর্তীতে দেশীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আগ্রহ প্রকাশ করে।আয়োজকরা আগ্রহী প্রতিযোগী এবং তাদের অভিভাবকদেরকে www.digonto.com.au এর মাধ্যমে ইতিমধ্যে রেজিস্ট্রেশনের করানোর কাজ সম্পন্ন করেছেন। এছাড়াও এই সংক্রান্ত যে কোন তথ্যের জন্য কাইজার– ০৪৩৭৩৬৪৬৩৪ সাথে যোগাযোগ করা যাবে।
Kazi Sultana Seeme
কলামিস্ট, প্রাবন্ধিক ও সাংবাদিক। বর্তমানে বাংলাদেশের জাতীয় পত্রিকা দৈনিকে নিয়মিত লিখছেন। সাথে সাথে অস্ট্রেলিয়ার প্রতিনিধি হিসেবেও নিয়মিত লেখালেখি, নিউজ ও রিপোর্ট করছেন। নিয়মিত সিডনীর বাংলাদেশী কমিউনিটি’র রিপোর্ট, গল্প ও কবিতা সহ বিভিন্ন বিষয়ে লেখালেখি করছেন। তিনি বর্তমানে বেশ কয়েকটি স্থানীয় ও অন-লাইন পত্রিকা গুলোতে নিয়মিত কলাম, গল্প ও কবিতা লিখছেন। যেহেতু তার মূল একাডেমীক পড়াশোনা দর্শন ও নীতিবিদ্যা তাই তার লেখার মূল বিষয় বস্তু মানবতা ও নৈতিকতা। শুধুমাত্র রাজনীতি ছাড়া অন্যান্য সব সামাজিক বিষয় ও সমস্যা নিয়ে তার আগ্রহ এবং লেখালেখি।
Related Articles
কবিতা’র বিকেল এর আয়োজনে শিমুল মুস্তাফা
স্বাধীনতা উৎসব ২০১৮ রবিবার, ২৫শে মার্চ্চ বিকেল ৬ টা থেকে রাত ১০টা Quakers Hill Neighbourhood Centre 51 Goddard Crescent Quakers
“পারিবারিক জীবনে সূন্নাহর গুরুত্ত্ব” ওয়ার্কশপ অনুষ্ঠিত
গত ২৫শে মার্চ রবিবার “পারিবারিক জীবনে সূন্নাহের্ গুরুত্ত্ব” শীর্ষক একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। Advance Diversity Services এবং HOPE Inc. এর
তিব্র নিন্দা জানিয়েছে ছাত্রদল অষ্ট্রেলিয়া
বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী সন্ত্রাসী ও পুলিশের হামলার ও ছাত্রদলের সভাপতি আবদুল কাদের জুয়েলের বিরুদ্ধে মিথ্যা মামলার তিব্র নিন্দা জানিয়েছে