রংধনুর উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যা

রংধনুর উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যা

সিডনির বিনোদন রিপোর্ট: আবুল কালাম আজাদ খোকন  সম্পাদকঃ নবধারা নিউজ

গত ৩০শে মে ২০১৫ রোজ শনিবার সন্ধ্যায়, অনুষ্ঠিত হয়ে গেলো রংধনু অজ-বাংলা কালচারাল সোসাইটি রংধনুর সাংস্কৃতিক অনুষ্ঠান। সিডনির ক্যাম্পসীর অরিয়্ন থিয়েটার হলে অজ-বাংলা কালচারাল নাইট-২০১৫ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন ক্যান্টাবেরী সিটি কাউন্সিলের মেয়র জনাব ব্রায়ান রবসন। এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দর্শক, সাংবাদিক ও বাঙালি কমিউনিটির বিভিন্ন সংগঠনের সম্মানিত ব্যক্তিরা।
বিগত বছরগুলোর মতোই এ বছরও এই সংস্কৃতিক অনুষ্ঠান সাজনো হয়েছিল সঙ্গীত, নৃত্য, কবিতা আবৃত্তি ও নাটিকা দিয়ে। রংধনুর বার্ষিক এই নিয়মিত আয়োজনে ইতিমধ্যে প্রবাসী বাংলাদেশীদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। অনুষ্ঠানটি সঞ্চালনের দায়িত্বে ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক জনাব কাজী জাকারিয়া আরিফ ও মিসেস আয়েশা আহমেদ।

অনুষ্ঠানটি যথারীতি শুরু হয় অষ্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত দিয়ে। তারপর মূল অনুষ্ঠান শুরু হয় নৃত্য দিয়ে। বাংলাদেশের জনপ্রিয় গানের সাথে নৃত্য পরিবেশন করেন অজান্তা ও তার দল এবং অর্পিতা সোম।গানে ছিলেন স্থানীয় শিল্পী নাভিলা ও তমা। এরপর কবিতা আবৃত্তি করে শুনান রংধনু জনাব পাশা ও আজাদ আবুল কালাম। রম্য নাটিকাতে অভিনয় করেন- জনাব ওহাব মিঞা, লিংকন, আজাদ আবুল কালাম,নাফিজ ও শিরিন। কৌতুকপূর্ন এই নাটিকাটি দেখে দর্শকরা আদ্রিত হন। বাশী বাজিয়ে শোনান ফারিয়া।

রাতের খাবারের বিরতির পর শুরু হয় দ্বিতীয় পর্ব“। এছাড়াও সিডনির এই মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় জনপ্রিয় ব্যান্ড ” স্পর্শ “। আর স্পর্শ ব্যান্ড এর গানের পর ক্লোজআপ ওয়ান তারকা সানিয়া সুলতানা লিজা সংগীত পরিবেশন করেন। লিজা শোতে মোট ১০টি গান করেছেন। এর মধ্যে শিল্পী লিজার সঙ্গে স্থানীয় শিল্পী রাহুল আমিনও ২টি দ্বৈত গান করেন।
২রা জুনে লিজা সিডনি থেকে আবার রওনা দেবেন যুক্তরাষ্ট্রের উদ্দেশে। প্রায় দুই মাসের সংগীত সফরে ২২ এপ্রিল যুক্তরাষ্ট্রে যান লিজা। সফরে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে মোট পাঁচটি শোতে গান করেছেন ২০০৮ সালের ‘ক্লোজআপ ওয়ান’ প্রতিযোগিতার এই বিজয়িনী। যুক্তরাষ্ট্র থেকে ১৪ মে যুক্তরাজ্যে যান। ১৭ মে গান করেন সেখানকার ভিক্টোরিয়া পার্কে। ২২ মে আবার ফেরেন যুক্তরাষ্ট্রে, এরপর ২৫ মে অস্ট্রেলিয়া। সব শো শেষ করে ১৫ জুন দেশে ফিরে যাবে।

রংধনুর সভাপতি শামসুজ্জামান শামীম বক্তব্য রাখেন । সভাপতি তার বক্তব্যে রংধনুর এই উদ্যোগের ইতিহাস নিয়ে এবং রংধনুর ভবিষ্যত পরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে রংধনুর সাবেক সভাপতি আব্দুল মোতালেব সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

রংধনুর সম্মানিত সদস্যরা হলেন-
সভাপতি শামসুজ্জামান শামীম
সাবেক সভাপতি আব্দুল মোতালেব
সহ-সভাপতি আয়েশা আহমেদ
সাধারণ সম্পাদক ওহাব মিঞা
সাংগঠনিক সম্পাদক কাজী জাকারিয়া আরিফ
সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আজাদ আবুল কালাম
প্রচার সম্পাদক শাহীন আক্তার স্বর্ণা
কোষাধক্ষ নাফিজ আহমেদ
এবং এক্সজিকিউটিভ সদস্যরা হলেন-জনাব পাশা,আবুল কালাম আজাদ খোকন, মনির রহমান, লিংকন ও রুহুল আমিন

অস্ট্রেলিয়ান সংবাদ


Place your ads here!

Related Articles

BEN Australia: Sydney Seminar Resolution

The Sydney meeting of BEN members and other environmentalists, held on November 1, 2008, upon extensive discussion through out the

সিডনিতে প্রাক্তন ক্যাডেটদের শোকসভার দাবী: স্বজন হত্যার বিচার চাই

সেখানে বইছিল অশ্র“র প−াবন। এক সময়ে প্রাক সামরিক প্রশিক্ষণে অভ্যস্ত সিডনিতে বসবাসরত বিভিন ড়ব ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেট ও উপস্থিত

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment