নতুন রিয়েল ষ্টেট মাই রিয়েলিটি অনাড়ম্বরের মাধ্যমে উদ্বোধন

নতুন রিয়েল ষ্টেট মাই রিয়েলিটি অনাড়ম্বরের মাধ্যমে উদ্বোধন

আতিকুর রহমান ॥ অত্যন্ত জাকজমক ও অনাড়ম্বরের মধ্যে দিয়ে উদ্বোধন করা হল সিডনীর সাউথ ওয়েষ্ট ক্যাম্বলটাউন এলাকার ইঈেলবার্নে নতুন রিয়েল ষ্টেট ”মাই রিয়েলটি রিয়েল ষ্টেট”। গত ১৫ নভেম্বর ইঈেলবার্ন কমিউনিটি হলে সর্ম্পূন বাংলাদেশী মালিকাধীন মাই রিয়েলেটি রিয়াল ষ্টেটের শুভ উদ্বোধন করা হয়। ক্যাম্বেলটাউন এলাকার ষ্টেট দু’ই প্রধান দলের প্রভাবশালী নেতা লিবারেল দলের বর্তমান এম.পি মি. ব্রায়ান ডয়েল এবং ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের সাবেক মেয়র ও আগামী ষ্টেট নির্বাচনে লেবার পার্টির এম.পি পদপার্থী মি. এন্যালক চ্যানটিংভং মাই রিয়ালিটি রিয়েল ষ্টেটের যাত্রার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বাংলাদেশী বিভিন্ন ব্যবসায়ী, রাজনৈতিক, সাংবাদিকসহ বিপুল সংখ্যক অতিথিদের আমন্ত্রন করা হয়। অনুষ্ঠানের শুরু হয় পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে। কোরআন তেলওয়াত করেন মি. গোলাম কিবরিয়া। অনুষ্ঠান পরিচালনা করেন নতুন রিয়েল ষ্টেটের অন্যতম পরিচালক সোহেল রানা। সোহেল রানা তার সূচনা বক্তব্যে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের অভ্যর্থনা জানান এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য তুলে ধরেন। স্বাগতিক বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ও ডাইরেক্ট জাকির হোসেন। এরপর অতিথিদ্বয় মি. ব্রায়ান ডয়েল এবং মি. এন্যালক চ্যানটিংভং আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে প্রতিষ্ঠানের ফলক উন্মোচন করেন। এ সময় দর্শকবৃন্দ করতালির মাধ্যমে অতিথিদের স্বাগত জানান। অতিথিদের সাথে প্রতিষ্ঠানের ডাইরেক্টবৃন্দ জাকির হোসেন, আবুল সরকার, সোহেল রানা ও আশফাকুল আলম উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে অত্র এলাকায় নতুন প্রতিষ্ঠিত রিয়েল ষ্টেটের শুভযাত্রা কামনা করেন এবং ব্যবসা বানিজ্যেরও ক্ষেত্রে অনন্য ভূমিকার প্রত্যাশা করেন। উদ্বোধনের পর রিয়েল এস্টেট প্রতিষ্ঠার ভূমিকা এবং এর মাধ্যমে বাংলাদেশী ও অন্যান্য কমিউনিটির আবাসিক ক্ষেত্রে কি সহায়তা পেতে পারে তার বিশদ বিবরন দেন ডাইরেক্ট আবুল সরকার এবং তিনি বলেন ক্যাম্বেলটাউন এলাকায় মাল্টিকালচারাল কমিউনিটির ক্রমবর্ধমান বৃদ্ধির ফলে আবাসিক ক্রয়-বিক্রয়, ভাড়া সংক্রান্ত কার্যাবলী এবং এর ব্যবস্থাপনার চাহিদাও ব্যাপক বৃদ্ধি পেয়েছে। এ সকল বিষয়গুলি সেবা প্রদানের জন্য মাই রিয়েলটি রিয়েল ষ্টেট গড়ে তোলার পরিকল্পনা করা হয় এবং এ প্রতিষ্ঠানের মাধ্যমে সর্বাতœক সাহায্য ও সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন। কমিউনিটির সকলকেও এ নতুন প্রতিষ্ঠানকে সহযোগিতার জন্য উদাত্ত আহ্বান জানান। অনুষ্ঠান শেষ পর্যায়ে ধন্যবাদ বক্তব্য রাখেন কৃষিবিদ অষ্ট্রেলিয়া ও কমিউনিটির নেতা এম তোজাম্মেল হক মুকুল। বিপুল সংখ্যক দর্শক অনুষ্ঠানটি উপভোগ করেন। সবশেষে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সৌজন্যমূলক দুপুরের খাবার পরিবেশন করা হয়। মাই রিয়েলেটি নি:সন্দেহে বাংলাদেশী কমিউনিটির উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবেন বলে দৃঢ় বিশ^াস। নতুন এই রিয়েল ষ্টেটের যোগাযোগের ঠিকানা হল: সুইট নং-ই, ১৯-২১ অক্রফোর্ড রোড, ইঈেলবার্ন, ফোন-৯৮২৯২৪৭৬, মোবাইল-০৪১১০৩৫২৫০।


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment