JCD Australia Protest
ছাত্রদলের সভাপতি আবদুল কাদের ভূইয়া জুয়েল নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ছাত্রদল আষ্ট্রেলিয়ার প্রতিবাদ।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল অস্ট্রেলিয়া শাখার আয়োজনে গত ২২ই সেপ্টেম্বার ২০১৩ ছাত্র দল অস্ট্রেলিয়া শাখার অস্থায়ী কর্যালয়ে এক প্রতিবাদ সভা আয়োজন করে । ছাএদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল কাদের ভুইয়া জুয়েল এর বিরুদ্ধে সকল মামল পত্যাহারের দাবি জানিয়ে জাতীয়তাবাদী ছাত্রদল অষ্ট্রেলিয়া শাখার নেতৃবিন্দু। জাতীয়তাবাদী ছাত্রদল অষ্ট্রেলিয়া শাখার সভাপতি মো: রাশেদুল ইসলাম রাজুর উপস্থিতিতে এই প্রতিবাদ সভায় আর ও উপস্থিত ছিলেন , সিঃ সহ সভাপতি মোঃ শাকিল আহমেদ, সাধারন সম্পাদক মোহাম্মদ হোসাইন সারোয়ার , সাংগঠনিক সম্পাদক মোঃ তানজিন হোসেন ছিদ্দীকি সহ -সভাপতি মোঃ ছাইদুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক মারুফ হোসেন, প্রচার সম্পাদক রাজশ্রীাই নাথ, অফিস সেক্রেটারী শরীফ হোছেন, নাদিম হোছেন , আšর্তজাতিক বিষয়ক সম্পাদক আছিফুল ইসলাম রিসাব,শাওন, রোমান প্রমুখ।
জাতীয়তাবাদী ছাত্রদল অষ্ট্রেলিয়া শাখার সভাপতি মোঃ রাশেদুল ইসলাম (রাজু) বলেন, দেশ পরিচালনায় বর্তমান আওমী সরকার সম্পূর্ন ব্যার্থ বিারোধী দলীয় নেতাকর্মীদের হত্যা , গুম ও মিথ্যা মামলা দিয়ে হ্মমতা আকড়ে ধরেছে, তিনি সরকারকে হুশিয়ারী উচ্চারন করে বলেন আবদুল কাদের ভ’ইয়া জুয়েল এর বিরুদ্ধে সকল মিত্যা মামল পত্যাহারের করতে হবে অন্যথায় ছাত্রদল তার উচিত শিহ্মা দিবে, তথ্য মন্ত্রি হাসানুল হক ইন্যু কে মাতাল ও ভারতের দালাল বলে জনাব রাজু বলেন সময় এসেছে ভারত যাবার, নাকে খড় দিয়ে হ্মমতা থেকে নামানোর পর ইন্যুর স্থান হবে ভারতে।
ছাত্রদল অষ্ট্রেলিয়ার সাধারন সম্পাদক মো: হোসায়েন সারোয়ার সায়মন বলেন, আওয়ামী সরকার দেশে আবার একদলীয় বাকশাল শুরু করবে তাই বিরোধী দলীয় নেতাকর্মীদের মামলা দিয়ে কোন লাভ হবেনা জনগনই সরকারকে হ্মমতাচ্যূত করবে। যথা শিগ্রই জুয়েল ভাই সহ সকল ছাত্রদলের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, এই মূহর্তে একটাই দাবী হটাও হাছিনা বাঁচাও দেশ খালেদা জিয়ার নির্দেশ ।
উক্ত প্রতিবাদ সভায় টেলি কন্ফারেন্সে মাধ্যমে অংশ গ্রহন করেন, লেকেম্বা ছাত্রদলের সভাপতি মো: সাব্বির চৈাধুরী, রকডেল ছাত্রদলের সভাপতি মো: ইমরান হোসেন, নিউ সাইথ ওয়েল ছাত্রদলের সভাপতি সাদি মোহাম্মদ, ছাত্রদল অষ্ট্রেলিযার সহ সভাপতি ও মেলবোর্ন ছাত্রদলের সভাপতি কায়েস মাহমুদ জনি সাধারন সম্পাদক ফয়সাল, ব্রিসবেন ছাত্রদলের সভাপতি তানভির হোসেন, সাধারন সম্পাদক মোহাম্মদ রোকন উদ্দিদন, এবং চার্লস ডারউইন ছাত্রদলের সভাপদি মো: একরাম এইচ সৈকত প্রমুখ।