ব্যাপক তারুন্নের উচ্ছাসে ও প্রবীনদের অংশগ্রহনে অনুষ্ঠিত হল দৃত্বীয় নোয়াখালী মেলা অষ্ট্রেলিয়া।

ব্যাপক তারুন্নের উচ্ছাসে ও প্রবীনদের অংশগ্রহনে অনুষ্ঠিত হল দৃত্বীয় নোয়াখালী মেলা অষ্ট্রেলিয়া।

গত ২৮ শে অক্টোর ২০১৩ অষ্ট্রেলিয়ার সিডনী এরল্ডউড পার্কে অনুষ্ঠিত হল দিনব্যাপি নোয়াখালী মেলা অষ্ট্রেলিয়া বিভিন্ন স্টেট থেকে আগত নোয়াখাইলস্ন্যা ছাড়া ছিল বিভিন্ন কমিউনিটির নেত্রিবৃন্দ কি হবে সেখানে শুধু তাই দেখার জন্য ভিড় জমিয়েছে সিডনীর তরুনরা, দিন ভর নানা আয়োজন, মহিলাদের বালিশ খেলা ছেলেদের মুরগীর লড়াই ছাড়া এবার আয়োজন করেছে ব্যাতিক্রম ধর্মী নোয়াখালী রিয়েলিটি শো গ্রেটার নোয়াখালী ওয়েল ফেয়ার অষ্ট্রেলিয়ার ডিরেক্টর মোঃ রাশেদুল ইসলাম রাজু হোসায়েন সারোয়ার সায়মন এর পরিচালনায় পুরো অনুষ্ঠান ছিল এক আনন্দের দিন সার্বিক ভাবে পুরো অনুষঠানটির তত্বাবধানে ছিলেন গ্রেটার নোয়াখালী ওয়েল ফেয়ার ডিরেক্টর শামছুজোহা স্বপন রাকিব হোসেন রিয়েলিটি শো পুরস্কার বিতরনী অনুষ্ঠানে অতিথী হিসাবে ছিলেন, . কাইয়ুম পারভেজ, মুক্তিযোদ্বা কমান্ডার হেলাল উদ্দিন, উপদেষ্ঠা ইসমাইল মিয়া , দেলোয়ার হোসেন, কামরম্নল ইসলাম সিপিএ অনুষ্ঠানটি সফল করার জন্য ডিরেক্টর শামছুজোহা স্বপন ধন্যবাদ প্রকাশ করে সমাপ্তি ঘোষনা করেন


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment