BNP Chattradol in Australia [Bangla]
দলের নবগঠিত কমিটিকে ছাত্রদল অষ্ট্রেলিয়ার অভিনন্দন
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির নবগঠিত সভাপতি আবদুল কাদের ভূইয়া জুয়েল, সাধারন সম্পাদক হাবিবুর রশিদ হাবিব , যুগ্ম সম্পাদক ওবায়দুল হক নাসির, সাংগঠনিক সম্পাদক রাজিব আহছান কে জানাই ছাত্রদল অস্ট্রেলিয়া থেকে শুভেচ্ছা। ছাত্রদল অস্ট্রেলিয়ার সভাপতি সভাপতি মো: রাশেদুল ইসলাম রাজু , সাধারন সম্পাদক হোসায়ন সারোয়ার সায়মন, সি: সহসভাপতি শাকিল আহমেদ এক বিবৃতীতে বলেন, ১/১১ রাজপথের সাহসী সৈনিক , তারেক রহমানের মনোবল ও রাজপথের সগ্রামী নেতা আবদুল কাদের ভূইয়া জুয়েল এক দৃষ্টান্ত। আগামী দিনে তিনি ও সাধারন সম্পাদক হাবিবুর রশিদ হবিব দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আর্শিবাদ নিয়ে আওয়ামী সরকারের বিরুদ্ধে তিব্র আন্দেলন গড়ে তুলবে। নবগঠিত সকল নেতৃবিন্দুর প্রতি রহিল ছাত্রদল অস্ট্রেলিয়ার শুভেচ্ছা । ছাত্রদল অস্ট্রেলিয়ার সাবেক সভাপতি মোসলেহ উদ্দিদন আরিফ নবগঠিত ছাত্রদল কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন আগামী দিনে এই কমিটি শেখ হাছিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনকে তিব্র করে এই সৈর সরকারের পতন গঠাবে। নবগঠিত এই কমিটিকে অভিনন্দন জানিযেছেন, ছাত্রদল অস্ট্রেলিয়ার সহ সভাপতি সাইদুর রহমান, সজিব আহমেদ, যুগ্ম সম্পাদক মারুফ হোছেন, আওলাদ হোসেন, আশিফুল ইসলাম রিসাব, নাদিম হোছেন, তানজিন হাছান ছিদ্দিকি, পারভেজ মঝুমদার , আনজুমারা আন্নি ও মোরশেদা রওশন সারকার প্রমুখ।